Ajker Patrika

রাজধানীর খিলগাঁও ও ডেমরায় চালকদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ২০ মে ২০২৪, ১৪: ৫২
রাজধানীর খিলগাঁও ও ডেমরায় চালকদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা 

রাজধানীর খিলগাঁও ও ডেমরা এলাকায় মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করা অটোরিকশার চালকদের লাঠিপেটা ও টিয়ার শেল মেরে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। 

আজ সোমবার দুপুর ১২টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের নিচের দুটি রাস্তা বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অবরোধের শুরুতে পুলিশ আন্দোলনরত রিকশাচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। 

কিন্তু কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিক্ষোভকারীরাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, ‘অটোরিকশার চালকেরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছিলেন, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।’

এদিকে ডেমরার স্টাফ কোয়ার্টার হাজীপাড়া এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন অটোরিকশার চালকেরা। দুপুর ১২টার দিকে তাঁরা হাজীপাড়ায় সড়ক অবরোধ করেন। তারপর বিক্ষোভকারীদের উঠে যেতে বললে পুলিশের সঙ্গে প্লাটাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে তাঁদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। 

 এ বিষয় ডেমরা থানার উপপরিদর্শক মো. তাওহিদ ঘটনাস্থল থেকে বলেন, এখন আর কোনো বিক্ষোভকারী নেই। তারা সড়কে অবরোধ করছিল, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছিল। তাদের সরে যেতে বলায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তারা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছোড়ে। পরে বলপ্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ