নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা বৃষ্টির কারণে রাজধানীর ধানমন্ডিতে সড়কের পাশে প্রায় ৪০ বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি বড় মেহগনিগাছ ভেঙে পড়েছে। ব্যস্ত শহরের রাস্তায় হঠাৎ ভেঙে পড়া এই গাছের নিচে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন। এতে চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ৬ নম্বর সড়কের একটি বড় মেহগনিগাছ হঠাৎ কাত হয়ে পড়ে যায়। এ সময় সড়কটিতে যানজট ছিল। গাছের ডাল ও মূল কাণ্ডটি কয়েকটি গাড়ির ওপর পড়লে সেগুলোতে অনেকে আটকা পড়েন। পরে পথচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার ফসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই, গাছের নিচে একটি প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল। সিএনজিচালিত অটোরিকশার ভেতরে সুমাইয়া (২৬) নামে এক নারী আটকা পড়েছিলেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গাছটি প্রায় ৪০ বছরের পুরোনো। চারপাশে কংক্রিটের দেয়াল থাকায় এর শিকড় বাড়তে পারেনি, তাই বৃষ্টিতে ওপরের মাটি নরম হয়ে গাছটি ভেঙে গেছে।’
ফায়ার সার্ভিস প্রাইভেট কার ও মোটরসাইকেল দুটি উদ্ধার করতে পারলেও, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা দুটি উদ্ধার করতে পারেনি। এ জন্য সিটি করপোরেশনের সদস্যরা শ্রমিক নিয়ে গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছেন।
টানা বৃষ্টির কারণে রাজধানীর ধানমন্ডিতে সড়কের পাশে প্রায় ৪০ বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি বড় মেহগনিগাছ ভেঙে পড়েছে। ব্যস্ত শহরের রাস্তায় হঠাৎ ভেঙে পড়া এই গাছের নিচে চাপা পড়ে এক নারী আহত হয়েছেন। এতে চারটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশন গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ধানমন্ডি ৬ নম্বর সড়কের একটি বড় মেহগনিগাছ হঠাৎ কাত হয়ে পড়ে যায়। এ সময় সড়কটিতে যানজট ছিল। গাছের ডাল ও মূল কাণ্ডটি কয়েকটি গাড়ির ওপর পড়লে সেগুলোতে অনেকে আটকা পড়েন। পরে পথচারী ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের সিনিয়র স্টেশন ম্যানেজার ফসির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখতে পাই, গাছের নিচে একটি প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল। সিএনজিচালিত অটোরিকশার ভেতরে সুমাইয়া (২৬) নামে এক নারী আটকা পড়েছিলেন, তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘গাছটি প্রায় ৪০ বছরের পুরোনো। চারপাশে কংক্রিটের দেয়াল থাকায় এর শিকড় বাড়তে পারেনি, তাই বৃষ্টিতে ওপরের মাটি নরম হয়ে গাছটি ভেঙে গেছে।’
ফায়ার সার্ভিস প্রাইভেট কার ও মোটরসাইকেল দুটি উদ্ধার করতে পারলেও, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা দুটি উদ্ধার করতে পারেনি। এ জন্য সিটি করপোরেশনের সদস্যরা শ্রমিক নিয়ে গাছটি কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছেন।
ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
১৩ মিনিট আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেসিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামের একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল
২৯ মিনিট আগেরাজশাহীর বাগমারা উপজেলায় হাতে টান পড়লেই হিন্দুপাড়ার বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায় করতেন স্থানীয় এক তাঁতী দল নেতা। ধরে নিয়ে যেতেন পুকুরের মাছ, হাঁস, গাছের কলার কাঁদি। কেউ বাধা দিতে গেলেই হাঁসুয়া নিয়ে তেড়ে যেতেন। বের করতেন ছোরা। সবশেষ চাঁদা দিতে না চাইলে একজনকে মারধরের পর হিন্দুপাড়ার বাসিন্দারা থানা
৩৫ মিনিট আগে