Ajker Patrika

শিশুকে অপহরণ করে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি
শিশুকে অপহরণ করে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় এক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। অপহৃত শিশুকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করেন র‍্যাব সদস্যরা।

আজ সোমবার গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার গভীর রাতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে র‍্যাব।

ভুক্তভোগী শিশু রংপুর কোতয়ালি থানার রতনপুর গ্রামের বাসিন্দা। সে একটি স্কুলে ২য় শ্রেণিতে পড়াশোনা করে। আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন।  বাবা আকমল হোসেন পেশায় রিকশাচালক।

গ্রেপ্তারকৃতরা হল ময়মনসিংহ জেলার অষ্টদার কুঠুরাকান্দা এলাকার মো. আতাব আলী (৬২) ও এক কিশোর (১৭)। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

ভুক্তভোগীর পরিবার জানায়, শিশুটি বাসার সামনে খেলছিল। পরে তাকে কৌশলে নিয়ে যায় অপহরণকারীরা। শিশুকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানালে শিশুকে মেরে ফেলার হুমকি দেয় তারা। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব ও শিশুটিকে উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আবুল হোসেন বলেন, ‘র‍্যাব অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে। শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত