Ajker Patrika

তুরাগে ভাসছিল অটোচালকের লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৪, ২১: ১৯
তুরাগে ভাসছিল অটোচালকের লাশ

সাভারের আমিনবাজার তুরাগ নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে জন্মনিবন্ধন সনদ ও একটি চিরকুট পেয়েছে পুলিশ। 

আজ শনিবার সকালে আমিনবাজার দিকনগর এলাকায় লাশ ভেসে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দেন স্থানীয় বাসিন্দারা। পরে আমিনবাজার নৌ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

নিহত ইমন সরকারের (২০) পরিবার রাজধানীর রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তিতে বাস করেন। ইমন ডেমরা এলাকায় অটোরিকশা চালাতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে ইমন কত দিন ধরে নিখোঁজ এমন কোনো তথ্য তাঁর পরিবারের কাছে ছিল না বলে জানিয়েছে পুলিশ। 

তাঁর পকেটে থাকা চিরকুটের সব লেখা পরিষ্কারভাবে বোঝা যায়নি। তবে যতটুকু বোঝা গেছে তা হলো—‘আমার নাম ইমন। বৃষ্টি নামের মেয়ের সাথে আমার রিলেশন হয়। আমি আমার মন থেকে ভালবাসি আর সে একটা বেঈমান। তার ভেতরটা ভালো না এবং আমি ভেবেছিলাম তার মন খুব সুন্দর। কিন্তু সে বারবার আমাকে ব্যবহার করে। তার জন্য আমি আমার নিজের ফ্যামিলিকে দূরে রাখি, আমি জানি না সে আমার সাথে কেন এমন করলো। আমি তাকে মন থেকে এখনও ভালবাসি, মিস করি।’ 

আমিনবাজার নৌ থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবু তাহের মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনেরা এসেছিল। ময়নাতদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পকেট থেকে পাওয়া চিরকুট দেখে মনে হয়েছে, এ মৃত্যুর সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো বিষয় আছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিক সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত