সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের আমিনবাজার তুরাগ নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে জন্মনিবন্ধন সনদ ও একটি চিরকুট পেয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে আমিনবাজার দিকনগর এলাকায় লাশ ভেসে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দেন স্থানীয় বাসিন্দারা। পরে আমিনবাজার নৌ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ইমন সরকারের (২০) পরিবার রাজধানীর রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তিতে বাস করেন। ইমন ডেমরা এলাকায় অটোরিকশা চালাতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে ইমন কত দিন ধরে নিখোঁজ এমন কোনো তথ্য তাঁর পরিবারের কাছে ছিল না বলে জানিয়েছে পুলিশ।
তাঁর পকেটে থাকা চিরকুটের সব লেখা পরিষ্কারভাবে বোঝা যায়নি। তবে যতটুকু বোঝা গেছে তা হলো—‘আমার নাম ইমন। বৃষ্টি নামের মেয়ের সাথে আমার রিলেশন হয়। আমি আমার মন থেকে ভালবাসি আর সে একটা বেঈমান। তার ভেতরটা ভালো না এবং আমি ভেবেছিলাম তার মন খুব সুন্দর। কিন্তু সে বারবার আমাকে ব্যবহার করে। তার জন্য আমি আমার নিজের ফ্যামিলিকে দূরে রাখি, আমি জানি না সে আমার সাথে কেন এমন করলো। আমি তাকে মন থেকে এখনও ভালবাসি, মিস করি।’
আমিনবাজার নৌ থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবু তাহের মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনেরা এসেছিল। ময়নাতদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
পকেট থেকে পাওয়া চিরকুট দেখে মনে হয়েছে, এ মৃত্যুর সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো বিষয় আছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিক সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
সাভারের আমিনবাজার তুরাগ নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে জন্মনিবন্ধন সনদ ও একটি চিরকুট পেয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে আমিনবাজার দিকনগর এলাকায় লাশ ভেসে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দেন স্থানীয় বাসিন্দারা। পরে আমিনবাজার নৌ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত ইমন সরকারের (২০) পরিবার রাজধানীর রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তিতে বাস করেন। ইমন ডেমরা এলাকায় অটোরিকশা চালাতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে ইমন কত দিন ধরে নিখোঁজ এমন কোনো তথ্য তাঁর পরিবারের কাছে ছিল না বলে জানিয়েছে পুলিশ।
তাঁর পকেটে থাকা চিরকুটের সব লেখা পরিষ্কারভাবে বোঝা যায়নি। তবে যতটুকু বোঝা গেছে তা হলো—‘আমার নাম ইমন। বৃষ্টি নামের মেয়ের সাথে আমার রিলেশন হয়। আমি আমার মন থেকে ভালবাসি আর সে একটা বেঈমান। তার ভেতরটা ভালো না এবং আমি ভেবেছিলাম তার মন খুব সুন্দর। কিন্তু সে বারবার আমাকে ব্যবহার করে। তার জন্য আমি আমার নিজের ফ্যামিলিকে দূরে রাখি, আমি জানি না সে আমার সাথে কেন এমন করলো। আমি তাকে মন থেকে এখনও ভালবাসি, মিস করি।’
আমিনবাজার নৌ থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবু তাহের মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনেরা এসেছিল। ময়নাতদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
পকেট থেকে পাওয়া চিরকুট দেখে মনে হয়েছে, এ মৃত্যুর সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো বিষয় আছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিক সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে