Ajker Patrika

শ্রীপুরে পিকআপের ধাক্কায় দিনমজুরের মৃত্যু

শ্রীপুরে পিকআপের ধাক্কায় দিনমজুরের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতের খুঁটি ভর্তি একটি পিকআপের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পথচারীর নাম মো. নূর হোসেন (৫৫)। তিনি পেশায় একজন দিনমজুর। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের মৃত ইছুব আলীর ছেলে তিনি। উপজেলার জৈনা বাজার এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন তিনি। 

নিহতের জামাই মো. মামুন মিয়া জানান, সারা দিন কাজ শেষ বাড়ি ফিরছিলেন তাঁর শ্বশুর। মহাসড়ক পাড় হয়ে বাড়ি ফেরার সময় ঢাকাগামী একটি পিকআপ তাঁকে চাপা দেয়। এরপর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। তবে ঘাতক চালক পালিয়ে যান। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত