সুলতান মাহমুদ, ঢাকা
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল মসজিদে ছেলে ইব্রাহিমকে (২) নিয়ে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন মো. রানা মিয়া। ফরজ নামাজের জামাত শুরু হলে প্রথম রাকাতের সিজদার সময় ছেলে পাশ থেকে উঠে মসজিদ মাঠে চলে যায়। ফরজ নামাজ শেষ করেই বের হয়ে আর ছেলেকে পাননি রানা মিয়া।
গত বছরের ১১ আগস্টের ঘটনা এটি। বনানী থানায় মামলা করেন রানা। কিন্তু ঘটনার পর ১৬ মাস পার হলেও ছেলের কোনো সন্ধান পাননি। পুলিশ বলছে, তাঁরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট সন্ধ্যায় দুই বছর বয়সী ছেলে মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বনানী থানাধীন সংক্রামক ব্যাধি হাসপাতাল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যান। ফরজ নামাজের প্রথম রাকাতের সিজদার সময় ছেলে হঠাৎ বাবার পাশ থেকে উঠে বেরিয়ে মসজিদ মাঠে চলে যায়। ফরজ নামাজ শেষ করেই ছেলেকে খুঁজতে করতে রানা। না পেয়ে মসজিদের মুসল্লিসহ স্থানীদের বিষয়টি জানান। সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি চলতে থাকে। মসজিদ থেকে মাইকিং করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, শিশুটিকে না পেয়ে সংশ্লিষ্টদের সহযোগিতায় আশপাশের সিসি ক্যামেরা দেখতে শুরু করেন রানা মিয়া। একপর্যায়ে লাকিখান জামে মসজিদের বাইরে উত্তর দিকে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান, আনুমানিক ৪০ বছর বয়সী অপরিচিত এক নারী ওই দিন সন্ধ্যায় ইব্রাহিমকে জোর করে কোলে তুলে দ্রুত হেঁটে যাচ্ছেন।
রানা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বনানী থানায় মামলা করার কিছুদিন পর ডিবিতে মামলা তদন্তের জন্য পাঠানো হয়। এরপর ডিবি থেকে পিবিআইতে পাঠানো হয়। বর্তমানে পিবিআই তদন্ত করছে।’ তিনি আরও বলেন, ‘ছেলেকে এখনো পাইনি। মনে হচ্ছে কেউ ভালো মতো তদন্ত করছে না। বাচ্চা কই গেল, মহিলা কই গেল, পুলিশ আজ পর্যন্ত কোনো খবর দিতে পারে নাই।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কবির হোসেন শুধু বলেন, ‘আমরা চেষ্টা করছি।’ এ নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না সে ব্যাপারে তিনি কোনো কথা বলেননি।
রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল মসজিদে ছেলে ইব্রাহিমকে (২) নিয়ে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন মো. রানা মিয়া। ফরজ নামাজের জামাত শুরু হলে প্রথম রাকাতের সিজদার সময় ছেলে পাশ থেকে উঠে মসজিদ মাঠে চলে যায়। ফরজ নামাজ শেষ করেই বের হয়ে আর ছেলেকে পাননি রানা মিয়া।
গত বছরের ১১ আগস্টের ঘটনা এটি। বনানী থানায় মামলা করেন রানা। কিন্তু ঘটনার পর ১৬ মাস পার হলেও ছেলের কোনো সন্ধান পাননি। পুলিশ বলছে, তাঁরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১১ আগস্ট সন্ধ্যায় দুই বছর বয়সী ছেলে মো. ইব্রাহিমকে সঙ্গে নিয়ে বনানী থানাধীন সংক্রামক ব্যাধি হাসপাতাল জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যান। ফরজ নামাজের প্রথম রাকাতের সিজদার সময় ছেলে হঠাৎ বাবার পাশ থেকে উঠে বেরিয়ে মসজিদ মাঠে চলে যায়। ফরজ নামাজ শেষ করেই ছেলেকে খুঁজতে করতে রানা। না পেয়ে মসজিদের মুসল্লিসহ স্থানীদের বিষয়টি জানান। সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি চলতে থাকে। মসজিদ থেকে মাইকিং করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, শিশুটিকে না পেয়ে সংশ্লিষ্টদের সহযোগিতায় আশপাশের সিসি ক্যামেরা দেখতে শুরু করেন রানা মিয়া। একপর্যায়ে লাকিখান জামে মসজিদের বাইরে উত্তর দিকে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান, আনুমানিক ৪০ বছর বয়সী অপরিচিত এক নারী ওই দিন সন্ধ্যায় ইব্রাহিমকে জোর করে কোলে তুলে দ্রুত হেঁটে যাচ্ছেন।
রানা মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বনানী থানায় মামলা করার কিছুদিন পর ডিবিতে মামলা তদন্তের জন্য পাঠানো হয়। এরপর ডিবি থেকে পিবিআইতে পাঠানো হয়। বর্তমানে পিবিআই তদন্ত করছে।’ তিনি আরও বলেন, ‘ছেলেকে এখনো পাইনি। মনে হচ্ছে কেউ ভালো মতো তদন্ত করছে না। বাচ্চা কই গেল, মহিলা কই গেল, পুলিশ আজ পর্যন্ত কোনো খবর দিতে পারে নাই।’
এ বিষয়ে জানতে চাইলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. কবির হোসেন শুধু বলেন, ‘আমরা চেষ্টা করছি।’ এ নিয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না সে ব্যাপারে তিনি কোনো কথা বলেননি।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
৩৩ মিনিট আগেযশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামের এক তরুণের ওপর বোমা হামলা ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।
১ ঘণ্টা আগেশেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও মহাসড়কে পাথর বোঝাই ডাম্পট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেমানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঢাকার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ-যুবলীগের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। আজ রোববার দুপরে তাঁদের আদালতে তোলা হবে।
২ ঘণ্টা আগে