কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বামনি নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিঘলটারি (মাঝিপাড়া হিজলি) গ্রামের বামনি নদী থেকে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী। উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী ও হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশুর নাম বেলাল (৮) ও রোকাইয়া আক্তার (৬)। তারা মামাতো-ফুপাতো দুই ভাই-বোন। বেলালের বাবার নাম মশিউর রহমান ও মায়ের নাম জরিনা বেগম। তারা মাঝিপাড়া হিজলি গ্রামের বাসিন্দা। রোকাইয়ার বাবার নাম রবিউল ইসলাম ও মায়ের নাম রাশেদা বেগম। বাড়ি রংপুরের তারাগঞ্জে। ঈদ উপলক্ষে দুই দিন আগে রোকাইয়া তার বড় ভাই রাসেলসহ (১৬) হাতিয়ায় তাদের মামা মশিউরের বাড়িতে বেড়াতে এসেছিল।
ইউপি সদস্য আমিনুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলালদের বাড়ি বামনি নদীর তীরে। ঈদের দিন দুপুরে বেলাল ও রোকাইয়া নদীর পাড়ে খেলা করতে করতে সবার অগোচরে নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে দুপুরের পর স্বজনেরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক সময় নদীর পাড়ে বেলাল ও রোকাইয়ার পোশাক দেখতে পায় স্বজনেরা। পরে নদীতে খোঁজাখুঁজির পর রোকাইয়ার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। এর কিছু পরে বেলালেরও মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল ঘুরে এসে উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘স্বজনেরা বলছেন বেলাল সাঁতার জানত। সে নিয়মিত নদীতে গোসল করত। সম্ভবত রোকাইয়া সাঁতার না জানায় সে গোসলে নেমে পানিতে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে বেলালও ডুবে যায়। পরে স্বজনেরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পারিবারিকভাবে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে যাওয়ার প্রস্তুতিকালে জানতে পারি শিশু দুটির মরদেহ উদ্ধার হয়েছে।’
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রূহুল আমিন বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে বামনি নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঈদের দিন বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ দিঘলটারি (মাঝিপাড়া হিজলি) গ্রামের বামনি নদী থেকে নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজন ও এলাকাবাসী। উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী ও হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই শিশুর নাম বেলাল (৮) ও রোকাইয়া আক্তার (৬)। তারা মামাতো-ফুপাতো দুই ভাই-বোন। বেলালের বাবার নাম মশিউর রহমান ও মায়ের নাম জরিনা বেগম। তারা মাঝিপাড়া হিজলি গ্রামের বাসিন্দা। রোকাইয়ার বাবার নাম রবিউল ইসলাম ও মায়ের নাম রাশেদা বেগম। বাড়ি রংপুরের তারাগঞ্জে। ঈদ উপলক্ষে দুই দিন আগে রোকাইয়া তার বড় ভাই রাসেলসহ (১৬) হাতিয়ায় তাদের মামা মশিউরের বাড়িতে বেড়াতে এসেছিল।
ইউপি সদস্য আমিনুর স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলালদের বাড়ি বামনি নদীর তীরে। ঈদের দিন দুপুরে বেলাল ও রোকাইয়া নদীর পাড়ে খেলা করতে করতে সবার অগোচরে নদীতে গোসল করতে নামে। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে দুপুরের পর স্বজনেরা তাদের খোঁজাখুঁজি করতে থাকে। এক সময় নদীর পাড়ে বেলাল ও রোকাইয়ার পোশাক দেখতে পায় স্বজনেরা। পরে নদীতে খোঁজাখুঁজির পর রোকাইয়ার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা। এর কিছু পরে বেলালেরও মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল ঘুরে এসে উলিপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, ‘স্বজনেরা বলছেন বেলাল সাঁতার জানত। সে নিয়মিত নদীতে গোসল করত। সম্ভবত রোকাইয়া সাঁতার না জানায় সে গোসলে নেমে পানিতে ডুবে যেতে থাকে। তাকে বাঁচাতে গিয়ে বেলালও ডুবে যায়। পরে স্বজনেরা দুই শিশুর মরদেহ উদ্ধার করে। পারিবারিকভাবে তাদের দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
উলিপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার আব্বাস আলী বলেন, ‘আমরা বিকেলে খবর পেয়ে যাওয়ার প্রস্তুতিকালে জানতে পারি শিশু দুটির মরদেহ উদ্ধার হয়েছে।’
উলিপুর থানার পরিদর্শক (তদন্ত) রূহুল আমিন বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা নথিভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২০ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৬ মিনিট আগে