Ajker Patrika

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেলুন বিস্ফোরণে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে

ঢামেক প্রতিবেদক
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা বার্ন ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা বার্ন ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন দগ্ধ হয়েছেন। তাঁদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মনসুর ইসলাম (৩৭), আব্দুর রহমান মিশু (২৩), আশিক হোসেন আকাশ (২১), হাবিবুল্লাহ হাবিব (২৩), মেহরাজ হোসেন পলাশ (২১), মাহমুদুল হাসান রাহাত (২০), মাজহারুল ইসলাম (২৩), বেল্লাল হোসেন (৪৫), শরিফুল ইসলাম নয়ন (৩২), ইয়াছিন আরাফাত (১৭) ও আব্দুল্লাহ আল মিহাদ (১৭)।

দগ্ধরা জানান, গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। এ সময় শোভাবর্ধনের জন্য সেখান অনেক বেলুন ফোলানো ছিল। সেগুলো উপস্থিত সবার হাতে হাতে দেওয়া হচ্ছিল। তখনই একদল ব্যক্তি সেগুলো টানাটানি শুরু করে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। তখনই ঘটে বিস্ফোরণ। ঝলসে যায় আশপাশে থাকা অন্তত ১১ জন।

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ব্যক্তিরা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। ছবি: আজকের পত্রিকা

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে দগ্ধ ১১ জন বার্ন ইনস্টিটিউটে এসেছেন। তাঁদের সবার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তবে তাঁদের কারও অবস্থা গুরুতর নয়। সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত