Ajker Patrika

‘আজকে যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি’

ঢাবি প্রতিনিধি
আপডেট : ০৩ জুন ২০২২, ১২: ০৯
‘আজকে যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি’

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন অনেক দিনের। আজকে যেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছি।’ পরীক্ষার হলে প্রবেশের আগে এমনটা বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী সানজিনা আক্তার। বদরুন্নেসা মহিলা সরকারি কলেজের এই শিক্ষার্থী বলেন, ‘একটু পরেই শুরু হবে পরীক্ষা, তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। খুবই শঙ্কা, আশার মাঝে রয়েছি। আল্লাহর রহমতে আমি চান্স পাব।’ 

আজ শুক্রবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলা, অপরাজেয় বাংলা, শ্যাডোসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বই, পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রশ্নব্যাংক, গাইড বই ও সাপ্লিমেন্ট হাতে পড়ছেন। চোখ বুলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। শেষ মুহূর্তে চোখে-মুখে আতঙ্কের ছাপ। অভিভাবকেরা হাতপাখা নিয়ে সন্তানের গায়ে বাতাস করছেন, কপালের ঘাম মুছে দিচ্ছেন। শিক্ষার্থীরা দেখছেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। 

পরিক্ষার হলে প্রবেশ করছে ভর্তিচ্ছুরা ফুয়াদ হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে কিছু নেই। নিজের ভেতরে আত্মবিশ্বাস বাড়াতে এবং হতাশা থেকে মুক্ত হতেই কারেন্ট আ্যফেয়ার্স হাতে নিয়েছি। এখান থেকে কোনো কিছু কমন আসবে এমনটাও না, তবে নিজেকে সান্ত্বনা দেওয়ার লক্ষ্যে হাতে নিয়েছি।’ 

সুমাইয়া জাহান নামে আরেক ভর্তিচ্ছু শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমার পাশে আমার মা আছেন। আমার মাই সকাল থেকে আমাকে নিজ হাতে নাশতা খাওয়ানো থেকে শুরু করে অনেক কাজ করেছেন। আমার কপালে একটু ঘাম হলেই মুছে দিচ্ছেন। সবাই পড়তেছে দেখে অনেক টেনশনে আছি। তাই নিজের ভেতরকার ভয় দূর করতে সাপ্লিমেন্ট হাতে নিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত