Ajker Patrika

কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড, আটক ১১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড, আটক ১১

কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে ঢাকার কেরানীগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। আজ রোববার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া মাঠের ঢাকা-মাওয়া সংযোগ সড়ক থেকে মিছিলটি বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে দলটির ১১ নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

জানা গেছে, জামায়াতের নেতা-কর্মীরা মিছিল বের করার কিছুক্ষণের মধ্যে পুলিশ গিয়ে হাজির হয়। এ সময় পুলিশের লাঠিপেটায় দলের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতা-কর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে তারা এ কর্মসূচির আয়োজন করেছিল।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবীর আজকের পত্রিকাকে বলেন, তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিক্ষোভ মিছিল শুরু করে এবং আমরাও আগে থেকেই প্রস্তুত ছিলাম। ফলে তারা কোনো নাশকতা করতে পারেনি। মিছিল শুরুর কয়েক মিনিটের মধ্যেই তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১১ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত