Ajker Patrika

শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া একজনের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রেললাইন থেকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া একজনের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে চলন্ত ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা নারী ও রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর রেলস্টেশনের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

নিহত ব্যক্তিদের একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম জয়নাল আবেদীন (৪৫)। তিনি বাড়ি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপচা গ্রামের বাসিন্দা ছিলেন। পেশা ছিল সাইকেলের মিস্ত্রি। এ ছাড়া অজ্ঞাতনামা নারীর বয়স আনুমানিক ৩৫ বছর।

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার হানিফ আলী বলেন, ‘ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাতখামাইর রেলওয়ে স্টেশন এলাকায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়।’

রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিন ইসলাম বলেন, ‘দুপুরের দিকে ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে রেলওয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।’

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরউজ্জান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পৃথক স্থান থেকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে এক ব্যক্তির পরিচয় জানা গেছে। তবে নিহত নারী নাম-পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত