Ajker Patrika

দ্বিতীয় দফার অবরোধে রাজধানীতে যান চলাচল বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৩: ০৯
দ্বিতীয় দফার অবরোধে রাজধানীতে যান চলাচল বেড়েছে

বিএনপি ও অন্যান্য সমমনা দলের ডাকে চলছে ৪৮ ঘণ্টার (৫ ও ৬ নভেম্বর) সর্বাত্মক অবরোধ। এটি দ্বিতীয় দফার অবরোধ। এর আগে গত ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর একই কর্মসূচি পালন করা হয়। প্রথম দফায় রাজধানীতে যান চলাচল কম থাকলেও দ্বিতীয় দফার প্রথম দিনে আজ রোববার যান চলাচল বেড়েছে।

কর্মস্থল খোলা থাকায় মানুষ কষ্ট করে হলেও কর্মস্থলের দিকে ছুটছেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আলম হোসেইন। তাঁর অফিস বসুন্ধরায়, তিনি থাকেন রামপুরায়। অফিসে যাওয়ার পথে তাঁর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার প্রতিবেদকের। তিনি বলেন, ‘বেসরকারি চাকরি আমাদের। এক দিন না গেলে শত জবাবদিহি করতে হয়। তাই যানবাহনের যতই সংকট থাকুক, বের হতেই হয়।’

রিকশাচালক জামাল উদ্দিন বলেন, আগের তিন দিনের অবরোধে বাস চলাচল আরও কম ছিল।

এদিকে আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে ব্যক্তিগত গাড়ি ও সিএনজি অটোরিকশার চলাচলও বেড়েছে।

রাজধানীর ফার্মগেট, মগবাজার, শাহবাগ, জাতীয় প্রেসক্লাব, মতিঝিল, বাংলামোটর ঘুরে দেখা যায়, কর্মজীবী মানুষ আগের তুলনায় সড়কে বেশি বের হয়েছেন। তবে বাসে আগুনের আতঙ্কের কারণে যাত্রীরা সতর্ক রয়েছেন। বাস কিংবা ব্যক্তিগত গাড়িতে চলাচলের ক্ষেত্রে তাঁরা জানালা বন্ধ করে রাখছেন।

তবে রাজধানীতে যান চলাচল বাড়লেও ঢাকা থেকে দূরপাল্লা ও আন্তজেলার বেশির ভাগ বাস আজও চলাচল করেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সময়সূচি অনুযায়ী সব ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। সদরঘাটে সকাল থেকেই ছেড়ে গেছে লঞ্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত