Ajker Patrika

টাকা ফেরতের কথা বলে ডেকে শিক্ষককে হত্যা, উঠান খুঁড়ে মিলল লাশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাকা ফেরতের কথা বলে ডেকে শিক্ষককে হত্যা, উঠান খুঁড়ে মিলল লাশ

টাঙ্গাইলের ভূঞাপুরে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে এক শিক্ষককে ডেকে নিয়ে হত্যার পর মাটিচাপা দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে নিকরাইল ইউনিয়নের সারপলিশা গ্রামের এক বাড়ির উঠান খুঁড়ে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

নিহত আব্দুল হক (৫৬) সারপলিশা গ্রামের মৃত হাফিজ ভূঞার ছেলে। তিনি পলিশা দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

আটক ব্যক্তিরা হলেন–এই গ্রামের জাহানানা বেগম (৪০), তাঁর স্বামী আব্দুল বারেক (৪৮), সবুরের ছেলে ফারুক (২৮)। 

নিহতের ভাতিজা মানিক বলেন, ‘গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পাওনা টাকা চাওয়ার জন্য (আব্দুল হক) জাহানারার বাড়ি যায়। রাতে বাড়ি না ফিরলে আমরা জাহানারার বাড়িসহ আশপাশের আত্মীয়স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করি। পরে আজ শুক্রবার সকালে থানায় একটি ডায়েরি করি। পুলিশ এসে তাৎক্ষণিক জাহানারার বাড়ির উঠান থেকে আব্দুল হকের লাশ উদ্ধার করে।’ 

নিহতের ছোট ভাই মোশারফ হোসেন বলেন, ‘জাহানারা আমার ভাইয়ের কাছ থেকে কয়েক মাসে আগে টাকা ধার নেন। ধারের টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে তাকে মাটি চাপা দিয়ে হত্যা করা হয়েছে।’ 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, আজ শুক্রবার দুপুরে ভূঞাপুরে সারপলিশা গ্রামের জাহানারা বেগমের বাড়ির উঠান থেকে আব্দুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত