নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আবারো জরিমানা গুণতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে। চলতি লকডাউনকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ না নেওয়ায় আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জরিমানা করেন।
আদালত বারবার এই রিটের ওপর শুনানিতে অংশ নেওয়ার জন্য বললেও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাড়া দেননি। এ কারণে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালত আদেশে বলেন, এই রিট দায়ের করে বিজ্ঞ আইনজীবী গণমাধ্যমে প্রচার করেন। কিন্তু মামলা শুনানির জন্য তালিকায় এলে তিনি অংশ নেন না।
বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে জনস্বার্থে রিট করার জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টেও আপিল বিভাগ। একইসঙ্গে তাকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করেন আইনজীবী। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সেজন্য নির্দেশনা চাওয়া হয়। লকডাউন সংবিধানপরিপন্থী। সরকার জরুরি অবস্থা জারি ছাড়াই লকডাউন দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী বলে রিটে উল্লেখ করা হয়।
ঢাকা: আবারো জরিমানা গুণতে হবে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দকে। চলতি লকডাউনকে চ্যালেঞ্জ করে রিট আবেদনের ওপর শুনানিতে অংশ না নেওয়ায় আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই জরিমানা করেন।
আদালত বারবার এই রিটের ওপর শুনানিতে অংশ নেওয়ার জন্য বললেও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ সাড়া দেননি। এ কারণে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। আদালত আদেশে বলেন, এই রিট দায়ের করে বিজ্ঞ আইনজীবী গণমাধ্যমে প্রচার করেন। কিন্তু মামলা শুনানির জন্য তালিকায় এলে তিনি অংশ নেন না।
বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে জনস্বার্থে রিট করার জন্য অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এরই মধ্যে পরিচিতি লাভ করেছেন। গত বছরের ১২ অক্টোবর ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেন। এতে গুরুতর আদালত অবমাননা হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে ২৫ হাজার টাকা জরিমানা করেন সুপ্রিম কোর্টেও আপিল বিভাগ। একইসঙ্গে তাকে তিন মাসের জন্য আইন পেশা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
গত ২৫ এপ্রিল জরুরি অবস্থা জারি করা ছাড়া লকডাউন দেওয়ার সুযোগ নেই উল্লেখ করে এ রিট আবেদন করেন আইনজীবী। রিট আবেদনে চলমান লকডাউনের ওপর স্থগিতাদেশ এবং আর যাতে লকডাউন দেওয়া না হয়, সেজন্য নির্দেশনা চাওয়া হয়। লকডাউন সংবিধানপরিপন্থী। সরকার জরুরি অবস্থা জারি ছাড়াই লকডাউন দিয়েছে, যা সংবিধানের ২৭, ২৮, ৩১, ৩২, ৩৩, ৩৫ ও ৩৬ অনুচ্ছেদের পরিপন্থী বলে রিটে উল্লেখ করা হয়।
কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ। আজ শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের...
১ ঘণ্টা আগেযশোরের প্রবীণ সাংবাদিক দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ্ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে তিনি মারা যান। ‘গ্রাম-গ্রামান্তরে’র...
১ ঘণ্টা আগেফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়িসহ মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পরিস্থিতি শান্ত হলে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বিকেল...
১ ঘণ্টা আগেপা ভেঙে গিয়েছিল কুমিল্লার বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মো. ওমর আলীর (৭৫)। চিকিৎসার জন্য বেশ কিছুদিন ঢাকায় থাকতে হয় তাঁকে। কয়েক দিন আগে চিকিৎসকেরা ছাড়পত্র দেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি ফেরার সময় সবাই প্রাণ হারান সড়ক দুর্ঘটনায়।
২ ঘণ্টা আগে