Ajker Patrika

ছাত্রলীগের ২ নেতাকে ‘রাজাকারের সন্তান’ ও ‘ইভ টিজার’ বললেন আ.লীগ নেতারা

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৮: ৪২
ছাত্রলীগের ২ নেতাকে ‘রাজাকারের সন্তান’ ও ‘ইভ টিজার’ বললেন আ.লীগ নেতারা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান ও ইভ টিজার আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।

আজ বুধবার বেলা ১১টার দিকে মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তাঁরা। এতে বক্তারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আইমান সাদিককে স্বাধীনতাবিরোধী রাজাকার পরিবারের সন্তান ও সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখকে ইভ টিজার হিসেবে আখ্যা দেন।

সংবাদ সম্মেলনে মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মির্জা হায়দার নেকবর বলেন, ‘ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. স্বাধীন শেখ একজন ইভ টিজার। গত ২১ ফেব্রুয়ারিতে মধ্যপাড়া ইউনিয়নের মাস্টার আব্দুর রহমান একাডেমি স্কুলের শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা ছাত্রীদের ইভ টিজিং করেন তিনি। এ সময় প্রতিবাদ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হিমেল।’

এ ছাড়া সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা কামাল পাশা বলেন, ‘ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আইমান সাদিকের দাদা মহান মুক্তিযুদ্ধে দেশের বিরোধিতা করেছেন। তাঁর দাদা মো. লোকমান মুক্তিযুদ্ধ চলাকালে উপজেলার মালখানগর ইউনিয়নে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছেন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ কান্তি মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, গৌরাঙ্গ মণ্ডল, মাস্টার আব্দুর রহমান একাডেমি স্কুলের শিক্ষক মিজানুর রহমান রব, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসলাম ব্যাপারী, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আবু সায়েদ খান, আওয়ামী লীগ নেতা মো. হোসেন ব্যাপারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হিমেল প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আইমান সাদিক আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে, তা মিথ্যা ও ভিত্তিহীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত