গাজীপুর প্রতিনিধি
রাজাকারের তালিকা তৈরির আইন পাসের প্রক্রিয়া চলছে। এটি হলে রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি অযোগ্য বিবেচিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় মার্কাস রোডে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। কোভিডের কারণে পার্লামেন্ট অধিবেশন দীর্ঘস্থায়ী না হওয়ায় সেই আইনটি পাস হয়নি। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে। তাঁদের সন্তানেরা আর সরকারি চাকরি পাবেন না।’
তবে নাগরিকত্ব বাতিল না হওয়ায় রাজাকারের সন্তানেরা অন্যান্য নাগরিক সুবিধা পাবে উল্লেখ করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘তাঁরা ব্যবসা-বাণিজ্য বা অন্য কিছু করবে। যেহেতু তাদের নাগরিকত্ব বাদ দেওয়া হচ্ছে না। তারা শুধু এই একটা সুযোগ পাবে না। তবে, নাগরিক হিসেবে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।’
বীর মুক্তিযোদ্ধা কাজী আজিম উদ্দিনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যা বিশিষ্ট ছয়তলা হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।
রাজাকারের তালিকা তৈরির আইন পাসের প্রক্রিয়া চলছে। এটি হলে রাজাকারের সন্তানেরা সরকারি চাকরি অযোগ্য বিবেচিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আজ শুক্রবার গাজীপুর মহানগরীর সাহাপাড়া এলাকায় মার্কাস রোডে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদানের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরির আইন পার্লামেন্টে জমা দেওয়া আছে। কোভিডের কারণে পার্লামেন্ট অধিবেশন দীর্ঘস্থায়ী না হওয়ায় সেই আইনটি পাস হয়নি। পরবর্তী অধিবেশনে পাস হলেই রাজাকারের তালিকা তৈরির কাজ শুরু হবে। তাঁদের সন্তানেরা আর সরকারি চাকরি পাবেন না।’
তবে নাগরিকত্ব বাতিল না হওয়ায় রাজাকারের সন্তানেরা অন্যান্য নাগরিক সুবিধা পাবে উল্লেখ করে মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ‘তাঁরা ব্যবসা-বাণিজ্য বা অন্য কিছু করবে। যেহেতু তাদের নাগরিকত্ব বাদ দেওয়া হচ্ছে না। তারা শুধু এই একটা সুযোগ পাবে না। তবে, নাগরিক হিসেবে অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।’
বীর মুক্তিযোদ্ধা কাজী আজিম উদ্দিনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন—যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুর জেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫০ শয্যা বিশিষ্ট ছয়তলা হাসপাতালটির ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে