Ajker Patrika

গাজীপুরে ক্রেনে চাপা পড়ে কারখানার শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২: ০৬
গাজীপুরে ক্রেনে চাপা পড়ে কারখানার শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিবিএস কেব্‌লসের মালিকানাধীন নতুন কারখানা ইনডিগো মারবেল অ্যান্ড গ্রানাইট নামের একটি প্রতিষ্ঠানে ক্রেনের পায়া নামাতে গিয়ে নাসির উদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ক্রেনের পায়া পড়ে নাসির উদ্দিনের মাথা দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত নাসির উদ্দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামের সেকান্দর আলী আকন্দের ছেলে। তিনি নির্মাণাধীন কারখানায় শ্রমিকের কাজ করতেন। 

কারখানার অপর শ্রমিক মো. শাহজাহান মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কারখানায় সবাই কাজ করছিলেন। হঠাৎ করে একটি ক্রেনের পায়া ধরে টান দেওয়ামাত্র গাড়ি থেকে ক্রেনের পায়া শ্রমিক নাসির উদ্দিনের মাথায় পড়ে। এরপর গুরুতর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাবেদ কায়সার বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই নাসির উদ্দিন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে।’ তিনি আরও জানান, নিহত নাসির উদ্দিন মাথায় মারাত্মক আঘাত পেয়েছেন। মাথা দ্বিখণ্ডিত হয়ে প্রচুর রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। 

ইনডিগো মারবেল অ্যান্ড গ্রানাইট কারখানার দায়িত্বে থাকা মো. মহসিন আলী বলেন, ‘নিহত নাসির উদ্দিন কারখানার নিয়মিত শ্রমিক ছিলেন। আজ কাজ করতে গিয়ে অসাবধানতার কারণে তিনি দুর্ঘটনায় মারা গেছেন।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত