আজকের পত্রিকা ডেস্ক
অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর স্ত্রী এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও তাঁর স্ত্রী-সন্তানসহ পাঁচজনের নামে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন, মোজাম্মিল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেন বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন।
মামলার অন্য আসামিরা হলেন ফাহমী গোলন্দাজের স্ত্রী শারমিন গোলন্দাজ, জিল্লুল হাকিমের স্ত্রী সাঈদা হাকিম ওরফে সাঈদা সুলতানা চৌধুরী ও ছেলে আশিক মাহমুদ মিতুল। গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। স্বামী ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে ফাহমী ও তাঁর স্ত্রী শারমিনকে আসামি করে। শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক। গত বছরের ২৯ আগস্ট জিল্লুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
জিল্লুল হাকিমের বিরুদ্ধে মামলায় ২৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৯টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় স্ত্রী সাঈদা হাকিমের সঙ্গে জিল্লুল হাকিমকে আসামি করা হয়েছে। সাঈদা হাকিমের বিরুদ্ধে ৪ কোটি ২৭ লাখ ৭২ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে জিল্লুল হাকিম ও তাঁর ছেলে আশিক মাহমুদ মিতুলকে।
অর্ধশত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তাঁর স্ত্রী এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম ও তাঁর স্ত্রী-সন্তানসহ পাঁচজনের নামে পৃথক পাঁচটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন, মোজাম্মিল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম, উপসহকারী পরিচালক মো. ফারুক হোসেন বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাগুলো করেন।
মামলার অন্য আসামিরা হলেন ফাহমী গোলন্দাজের স্ত্রী শারমিন গোলন্দাজ, জিল্লুল হাকিমের স্ত্রী সাঈদা হাকিম ওরফে সাঈদা সুলতানা চৌধুরী ও ছেলে আশিক মাহমুদ মিতুল। গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। স্বামী ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৬টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলাটি করা হয়েছে ফাহমী ও তাঁর স্ত্রী শারমিনকে আসামি করে। শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৩টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুদক। গত বছরের ২৯ আগস্ট জিল্লুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ২০১৪,২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
জিল্লুল হাকিমের বিরুদ্ধে মামলায় ২৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ৮০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৯টি ব্যাংক হিসাবে ২৭৮ কোটি ৮১ লাখ ৭ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।
দ্বিতীয় মামলায় স্ত্রী সাঈদা হাকিমের সঙ্গে জিল্লুল হাকিমকে আসামি করা হয়েছে। সাঈদা হাকিমের বিরুদ্ধে ৪ কোটি ২৭ লাখ ৭২ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬টি ব্যাংক হিসাবে ২০ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় মামলায় আসামি করা হয়েছে জিল্লুল হাকিম ও তাঁর ছেলে আশিক মাহমুদ মিতুলকে।
গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) চীনের একটি প্রতিষ্ঠানের উদ্ভাবিত রক্ত আমাশয়ের (শিগেলা) টিকার ক্লিনিক্যাল ট্রায়াল দিতে চায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। চীনা প্রতিষ্ঠানটি এ বিষয়ে আইসিডিডিআরবির সহযোগিতা চেয়েছিল।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা রোগ)। গবাদিপশুর এ রোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ উপসর্গ নিয়ে মারাও গেছেন মোছা. রোজিনা বেগম নামের এক নারী। কিন্তু সে তুলনায় নেই সচেতনতা ও চিকিৎসার ব্যবস্থা। ফলে চরম উৎকণ্ঠা আর উদ্বিগ্নে দিন কাটছে সুন্দরগঞ্জবাসীর।
১ ঘণ্টা আগেতিন বছর ধরে বরগুনার তালতলীর ফাতরার বনের উত্তর নিদ্রার চরের শত শত বিভিন্ন প্রজাতির বড় গাছ মরে যাচ্ছে। তবে সেগুলো বিক্রির কোনো উদ্যোগ নিচ্ছে না বন বিভাগ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু কর্মকর্তা সেসব গাছ চোরাই পথে বিক্রি করছেন।
১ ঘণ্টা আগেবাংলাদেশের টেকসই উন্নয়নে স্থানীয় পর্যায়ের এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধি ও তাদের সরাসরি তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন প্রয়োজন বলে জানিয়েছে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ দাউদ মিয়া। রোববার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে স্থানীয়করণ-বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে