Ajker Patrika

কিশোরগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ১৯: ১৮
কিশোরগঞ্জ শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের এনডিসি রওশন কবির। ছবি: আজকের পত্রিকা
কিশোরগঞ্জ শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করছেন জেলা প্রশাসনের এনডিসি রওশন কবির। ছবি: আজকের পত্রিকা

রমজান মাস সামনে রেখে চালের বাজার নিয়ন্ত্রণে অনুমোদনের অতিরিক্ত চাল মজুত, অতিরিক্ত মূল্যে বিক্রিসহ মূল্য কারসাজি রোধে কিশোরগঞ্জে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে জেলা শহরের বড় বাজারে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির ও সহকারী কমিশনার মোছা. আজিজা বেগম পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হাসান সারওয়ার ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

অভিযানে মূল্যতালিকা হালনাগাদ না করা এবং চালের ক্রয় রসিদ দেখাতে না পারায় মোট ৬টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২০১৮ সালের কৃষি বিপণন আইনে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে চাল ব্যবসায়ীদের চালের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্যে বিক্রিসহ কারসাজির বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানের বিষয়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) রওশন কবির জানান, রমজানে চালের বাজারসহ দ্রব্যমূল্য স্থিতিশীল ও সহনীয় রাখতে জেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ রোববার জেলা শহরের বড় বাজারের চালের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত