Ajker Patrika

পুলিশ পরিচয়ে অপহরণ ও ডাকাতি, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ পরিচয়ে অপহরণ ও ডাকাতি, অবশেষে ধরা

রাজধানীর দক্ষিণখান এলাকায় গোয়েন্দা পুলিশ ও জেলা পুলিশ পরিচয়ে অপহরণ ও ডাকাতির ঘটনায় মূল হোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তরা বিভাগ। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
 
গোয়েন্দা পুলিশ বলছে, চক্রটি কয়েকটি ভাগে কাজ করে। প্রথমে তথ্য সংগ্রহ করে পুলিশের পোশাকে থাকা সদস্যদের তথ্য দেয় চক্রের সোর্সের কাজ করা সদস্যরা। এরপর গাড়ি নিয়ে পুলিশ পরিচয়ে গাড়িতে তুলে নিয়ে হাত–পা বেঁধে ডাকাতি শেষে নির্জন স্থানে ফেলে যায় ডাকাত দলের সদস্যরা। দলটি কয়েকজন সদস্য সম্প্রতি ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পেয়েছে ডিবির কর্মকর্তারা।

ভুক্তভোগী ব্যবসায়ীর দায়ের করা মামলা তদন্তে নেমে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো–আলী আব্বাস ওরফে কাশেম (৫০), সুজন চৌধুরী (৪০), শরীফ উদ্দনি ওরেফে আপন (৪০), খন্দকার মনিরুজ্জামান মনির (৫৮), সাইফুল ইসলাম (৪৬) ও সাদেক মিয়া (২৫)।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত জেলা পুলিশ ও ডিএমপির ডিবি পুলিশের পোশাক, ওয়্যারলেস সেট, খেলনা পিস্তল, হ্যান্ডকাফ,৯টি মোবাইল গাড়ি এবং ডাকাতি করে নেওয়া টাকার মধ্যে দুই লাখ টাকা উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত