Ajker Patrika

বিদেশি ভ্লগারকে বিরক্ত করায় গ্রেপ্তার কালু ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ২০: ৪২
বিদেশি ভ্লগারকে বিরক্ত করায় গ্রেপ্তার কালু ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্ত

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লিউক ডামান্ট নামের এক অস্ট্রেলীয় ভ্লগারকে বিরক্ত করার অভিযোগে গ্রেপ্তার মো. কালু ২০০ টাকা জরিমানা দিয়ে মুক্তি পেলেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি মুক্তি পান। 

দুপুরের পর তাঁকে আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তাঁকে জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করার পর তিনি আদালতের হাজতখানা থেকে মুক্তি পান। 

তেজগাঁও থানার কারওয়ান বাজার অস্থায়ী ক্যাম্পের উপ-পরিদর্শক অপূর্ব কুমার বর্মণ কালুর বিরুদ্ধে অভিযোগ এনে তাঁকে গ্রেপ্তার করেন। 

পুলিশ জানায়, অস্ট্রেলীয় নাগরিক লিউক ডামান্ট চার দিন আগে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। সেখানে দেখা যায়, কারওয়ান বাজার থেকে একজন বয়স্ক লোক তাঁর সঙ্গে বিরক্তিকর আচরণ করছে। লিউক ডামান্টের ফেসবুকে প্রায় ৩২ লাখ ফলোয়ার। ভিডিওটি ফেসবুকে আপলোড করা হলে ভাইরাল হয়ে যায়। ফেসবুকে এ ভিডিও ৯২ লাখ বারের বেশি দেখা হয়েছে। 

বিষয়টি ট্যুরিস্ট পুলিশের নজরে এলে তেজগাঁও থানা-পুলিশকে জানানো হয়। তেজগাঁও থানা-পুলিশ হাতিরঝিল থানার একটি টিমের সহায়তায় গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজার ক্রসিংয়ের কাছ থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁর নাম মো. কালু। গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত