নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ১১টার পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন। এ ঘটনায় এখনো পর্যন্ত শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আগুন লাগার পর অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখেছে। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেনি।’
আতিক আরও বলেন, ‘একজন নিহত হয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন। যে চারজন লাফিয়ে পরেছিলেন তাঁদের চিকিৎসা চলছে। ফায়ার সার্ভিস ২২ জনকে উদ্ধার করেছে। তাঁদেরও চিকিৎসা চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। এখন ১২ তলা থেকে ৭ তলা পর্যন্ত ফায়ার সার্ভিস ডাম্পিং করছে। কেউ আহত বা নিহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রথম দফার তল্লাশিতে কাউকে পাওয়া যায়নি।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘অনেকে আটকা পরে আমাকে ফোন দিয়েছিলেন। আমি প্রথম থেকে বলেছি, কেউ লাফ দেবেন না। বাসিন্দারা আমার কথা শুনেছেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবন থেকে বেশ কয়েকজন লাফ দিয়ে নিচে পড়েন। তাঁরা গুরুতর আহত হয়েছেন। তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কেউ আটকা পরা নেই। আমরা তারপরও ভেতরে তল্লাশি করে দেখছি।’
রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশের একটি ১২ তলা ভবনের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। রাত ১১টার পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন। এ ঘটনায় এখনো পর্যন্ত শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবরে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আগুন লাগার পর অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখেছে। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেনি।’
আতিক আরও বলেন, ‘একজন নিহত হয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রী আমাকে জানিয়েছেন। যে চারজন লাফিয়ে পরেছিলেন তাঁদের চিকিৎসা চলছে। ফায়ার সার্ভিস ২২ জনকে উদ্ধার করেছে। তাঁদেরও চিকিৎসা চলছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। এখন ১২ তলা থেকে ৭ তলা পর্যন্ত ফায়ার সার্ভিস ডাম্পিং করছে। কেউ আহত বা নিহত হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রথম দফার তল্লাশিতে কাউকে পাওয়া যায়নি।’
ডিএনসিসি মেয়র বলেন, ‘অনেকে আটকা পরে আমাকে ফোন দিয়েছিলেন। আমি প্রথম থেকে বলেছি, কেউ লাফ দেবেন না। বাসিন্দারা আমার কথা শুনেছেন। তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর ভবন থেকে বেশ কয়েকজন লাফ দিয়ে নিচে পড়েন। তাঁরা গুরুতর আহত হয়েছেন। তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। কেউ আটকা পরা নেই। আমরা তারপরও ভেতরে তল্লাশি করে দেখছি।’
জমি নিয়ে বিরোধে বান্দরবানের থানচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেআমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে কয়েক মিনিট ধরে চলা এ বৃষ্টিতে আম ও ধানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কৃষি বিভাগ বলছে, আম ও ধানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা সম্ভব হয়নি।
৪১ মিনিট আগেরাজশাহীতে এক নারীর ঘর থেকে পুলিশের এক কনস্টেবলকে ধরে থানায় সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বুধবার মধ্যরাতে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি মতিহার থানা–পুলিশের হেফাজতে ছিলেন।
৪৪ মিনিট আগেরাজশাহীর নন্দনগাছী রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন চারঘাট ও বাঘা উপজেলার জনগণ। আজ বৃহস্পতিবার নন্দনগাছী স্টেশনে বরেন্দ্র এক্সপ্রেস ও লোকাল ট্রেন সাময়িকভাবে থামিয়ে এই বিক্ষোভ করেন তাঁরা।
১ ঘণ্টা আগে