Ajker Patrika

টাঙ্গাইলে জামায়াত নেতা গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২: ৪৮
গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা মনিরুজ্জামান। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা মনিরুজ্জামান। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে বন বিভাগের মামলায় জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল শেষে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত সোমবার রাতে ওই জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে দলটির উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আল আমিন লিখিত বক্তব্যে বলেন, ‘মনিরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বন বিভাগ কারও চাপে প্রভাবিত হয়ে তাঁর নামে মিথ্যা মামলা দিয়েছে। আমরা এ মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ জানাই।’

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনির হোসেন, সাবেক সভাপতি ফজলুল হক, হায়দার আলী, বাসাইল উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার রাতে উপজেলার নলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে সখীপুর থানার পুলিশ জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া মনির জামায়াতে ইসলামীর সখীপুর উপজেলা শাখার সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং সখীপুর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, মনিরের বিরুদ্ধে মূল অভিযোগ তিনি বন বিভাগের নলুয়া বিটের অধীনে বিসি বাইদ মৌজার সংরক্ষিত বনের গজারিগাছ কেটে ঘর নির্মাণ করেছেন। স্থানীয় বন বিভাগ ওই জমি জবরদখলের অভিযোগে মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা করে। ওই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আলামিন। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি অধ্যাপক আলামিন। ছবি: আজকের পত্রিকা

বন বিভাগের নলুয়া বিট কর্মকর্তা এ কে এম সাফেরুজ্জামান বলেন, নলুয়া বিটের বিসি বাইদ মৌজার সিএস দাগ নং-১৪০২-এ প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়ে গেছে। পর্যায়ক্রমে দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মনিরুজ্জামান মনিরকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত