মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসফাত ইসতিয়াক রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইউপি সদস্য মন্নান মোল্লার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিলেন কয়েক যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা ছয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত দুজন হলেন সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের ৩৮ বছর বয়সী ইয়ামিন ব্যাপারী ও দক্ষিণকান্দি গ্রামের ২৬ বছর বয়সী সুমন শিকদার।
ওসি আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য হাতবোমা তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিস্ফোরণ আইনে মামলা করা হবে। এর আগেও এ ইউনিয়নে অন্তত চারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে ইউপি সদস্য মন্নান মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে সিডিখান ইউনিয়নের চেয়ারম্যান মো. চাঁন মিয়া শিকদার বলেন, আগামী ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে একশ্রেণির প্রভাবশালীরা এলাকায় অরাজকতা সৃষ্টির জন্য বোমা তৈরি ও বোমা বিস্ফোরণ করছে। এর ফলে আগামীর নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। তাহলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে।
মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসফাত ইসতিয়াক রাসেল বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইউপি সদস্য মন্নান মোল্লার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে বসে হাতবোমা তৈরি করছিলেন কয়েক যুবক। রাত ১টার দিকে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ঘরের ভেতরে থাকা ছয়জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত দুজন হলেন সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের ৩৮ বছর বয়সী ইয়ামিন ব্যাপারী ও দক্ষিণকান্দি গ্রামের ২৬ বছর বয়সী সুমন শিকদার।
ওসি আরও জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারের জন্য হাতবোমা তৈরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বিস্ফোরণ আইনে মামলা করা হবে। এর আগেও এ ইউনিয়নে অন্তত চারবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে ইউপি সদস্য মন্নান মোল্লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে সিডিখান ইউনিয়নের চেয়ারম্যান মো. চাঁন মিয়া শিকদার বলেন, আগামী ১১ নভেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে একশ্রেণির প্রভাবশালীরা এলাকায় অরাজকতা সৃষ্টির জন্য বোমা তৈরি ও বোমা বিস্ফোরণ করছে। এর ফলে আগামীর নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। তাহলে নির্বাচনী পরিবেশ তৈরি হবে।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের ফার্নেস অয়েল কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামে তাঁর খামারবাড়িসংলগ্ন কারখানায় শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
৭ মিনিট আগেময়মনসিংহের ফুলবাড়িয়ায় সহজ শর্তে ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় নারীসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মো. সাজেদুল ইসলাম (৫০) ও একই উপজেলার তাসলিমা আক্তার (৩৫)। আজ শনিবার বিকেলে র্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে
১৬ মিনিট আগেদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সে জন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে। সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। সংস্কার কোনো স্থির বিষয় নয়, এটি চলমান প্রক্রিয়া। সেটির পাশাপাশি নির্বাচন, গণতন্ত
২৪ মিনিট আগেরাজধানীর পুরানা পল্টনের ব্যস্ত এলাকায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। আজ শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে পুরানা পল্টনের ‘সাব্বির টাওয়ার’ নামের একটি দশতলা ভবনের শীর্ষ তলায় দেখা যায় আগুনের লেলিহান শিখা। ভবনটি ফারস হোটেলের ঠিক বিপরীতে অবস্থিত।
২৭ মিনিট আগে