নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রলীগ সভাপতিকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়ার প্রতিবাদে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল শুক্রবার দুপুর থেকে বুয়েটে ছাত্ররাজনীতি প্রতিরোধের দাবি নিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়ায় ইমতিয়াজ রাহিমের সিট বাতিল ও বহিষ্কারসহ ছয় দফা দাবি জানান তাঁরা। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাতে সিট বাতিল করে বিজ্ঞপ্তি দেয় বুয়েট প্রশাসন।
এ বিষয়ে ইমতিয়াজ রাহিম রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে একদল রাজনৈতিক স্বার্থান্বেষী মহল এসব করতেছে। যারা টাঙ্গুয়ার হাওরে নাশকতার দায়ে গ্রেপ্তার ছিল—তাদের ইন্ধনে কাজগুলো হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের চাপ দিয়ে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আন্দোলনে আসতে চাপ দেওয়া হচ্ছে। আমার অপরাধ আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, বুয়েটে পড়েও কেমনে কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেলাম! তাই তাদের সহ্য হচ্ছে না। বুয়েট প্রশাসন বলেছে ক্যাম্পাসের বাইরে রাজনীতি করলে সমস্যা নেই, আমি তো কেন্দ্রে রাজনীতি করি। আমাকে এভাবে শাস্তি দেওয়া মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।’
ইমতিয়াজ আরও বলেন, ‘বুয়েট প্রশাসন কোনো ধরনের যাচাই-বাছাই না করে, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আমার হলের সিট বাতিল করেছে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন করছে, আমি জানি না। কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি, এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব।’
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নেতিবাচক ছাত্ররাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান-মূল্যবোধ, তার প্রতি বুয়েট প্রশাসনের শ্রদ্ধা জানানো উচিত। একই সঙ্গে একজন শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জাতির পিতার আদর্শের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে মানসিক নিপীড়নের শিকার হন, সে ক্ষেত্রে তাকেও নিরাপত্তা দেওয়া বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। এর ব্যত্যয় ঘটলে প্রশাসনের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা মনে করি—প্রশাসনের (দায়িত্বে) থাকার কোনো নৈতিক অবস্থান নেই।’
সার্বিক বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ছাত্রলীগ সভাপতিকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়ার প্রতিবাদে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো উত্তাল ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। গতকাল শুক্রবার দুপুর থেকে বুয়েটে ছাত্ররাজনীতি প্রতিরোধের দাবি নিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা।
ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার পরও কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়ায় ইমতিয়াজ রাহিমের সিট বাতিল ও বহিষ্কারসহ ছয় দফা দাবি জানান তাঁরা। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাতে সিট বাতিল করে বিজ্ঞপ্তি দেয় বুয়েট প্রশাসন।
এ বিষয়ে ইমতিয়াজ রাহিম রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে একদল রাজনৈতিক স্বার্থান্বেষী মহল এসব করতেছে। যারা টাঙ্গুয়ার হাওরে নাশকতার দায়ে গ্রেপ্তার ছিল—তাদের ইন্ধনে কাজগুলো হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের চাপ দিয়ে বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে আন্দোলনে আসতে চাপ দেওয়া হচ্ছে। আমার অপরাধ আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, বুয়েটে পড়েও কেমনে কেন্দ্রীয় ছাত্রলীগের পদ পেলাম! তাই তাদের সহ্য হচ্ছে না। বুয়েট প্রশাসন বলেছে ক্যাম্পাসের বাইরে রাজনীতি করলে সমস্যা নেই, আমি তো কেন্দ্রে রাজনীতি করি। আমাকে এভাবে শাস্তি দেওয়া মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।’
ইমতিয়াজ আরও বলেন, ‘বুয়েট প্রশাসন কোনো ধরনের যাচাই-বাছাই না করে, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আমার হলের সিট বাতিল করেছে। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন করছে, আমি জানি না। কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি, এ ব্যাপারে আমি আইনি পদক্ষেপ নেব।’
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নেতিবাচক ছাত্ররাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের যে অবস্থান-মূল্যবোধ, তার প্রতি বুয়েট প্রশাসনের শ্রদ্ধা জানানো উচিত। একই সঙ্গে একজন শিক্ষার্থী মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, শহীদদের প্রতি শ্রদ্ধা এবং জাতির পিতার আদর্শের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে মানসিক নিপীড়নের শিকার হন, সে ক্ষেত্রে তাকেও নিরাপত্তা দেওয়া বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। এর ব্যত্যয় ঘটলে প্রশাসনের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। আমরা মনে করি—প্রশাসনের (দায়িত্বে) থাকার কোনো নৈতিক অবস্থান নেই।’
সার্বিক বিষয়ে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে