Ajker Patrika

ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ ৫ জনকে মেরে থানায় দিল ছাত্রলীগ 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৭: ৩৬
ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ ৫ জনকে মেরে থানায় দিল ছাত্রলীগ 

মোবাইল ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ পাঁচজনকে থানায় সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে থানায় সোপর্দ করাদের পরিচয় জানা সম্ভব হয়নি। 

আজ শনিবার সকাল ৬টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণের মোড়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও স্যার এ এফ রহমান হলের নেতা-কর্মীরা অবস্থান নেন।

নাম প্রকাশ না করার শর্তে স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের একাধিক কর্মী আজকের পত্রিকাকে জানান, মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে যারাই প্রবেশ করেছে, তাদের আমরা তল্লাশি করেছি। সকালে পাঁচজনকে সন্দেহ করে মারধর করা হয়েছে, ফোন চেক করা হয়েছে। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

মোবাইল ফোন চেক করে ‘ছাত্রদল বলে’ পাঁচজনকে থানায় সোপর্দ করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা দোষী না হলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।’

স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘মোবাইল চেক করে ছাত্রদলের সঙ্গে সংযুক্ত রয়েছে জানার পর হলকা মারধর করেছি। পরে থানায় দিয়েছি। শিক্ষার্থী হিসেবে কাউকে নৈরাজ্য করতে দিব না; তবে তারা কেউ ঢাবি ছাত্রদলের সঙ্গে সংযুক্ত নয়, বিভিন্ন এলাকার ছাত্রদলের পোস্টেড নেতা-কর্মী।’

গত বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষের পর থেকে প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, চানখাঁর পুল মোড়, পলাশী মোড়, কার্জন হলসহ বিভিন্ন মোড়ে অবস্থান নেয়।

বিএনপির সমাবেশ সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত