Ajker Patrika

সাংবাদিকদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেয় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাংবাদিকদের সংগৃহীত তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেয় সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

সরকারের পক্ষে সবকিছুর তথ্য সংগ্রহ করা কখনোই সম্ভব নয়। সাংবাদিকেরা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে থাকে এবং সেই সংবাদের ওপর ভিত্তি করে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে।

আজ সোমবার দুপুরে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ১০ বছর পূর্তির আয়োজনে উপস্থিত হয়ে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘একটি গণতান্ত্রিক দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাংবাদিকতা একটা গুরুত্বপূর্ণ পেশা। সাংবাদিকেরা না থাকলে আমরা অন্ধকার জগতে বাস করতাম। ২০৪১ সালে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধি, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য সাংবাদিকদের প্রয়োজন। সাংবাদিকরাই আমাদের পৃষ্ঠপোষকতা করবে। সরকারের ভালো কাজ ও ভুলত্রুটি সমালোচনা করবেন ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আপনাদের কোনো সাজেশন থাকলে তা আমাদের নির্ভয়ে বলবেন। আমরা সাদরে আপনাদের সাজেশন গ্রহণ করব ও দেশকে এগিয়ে নিয়ে যাব।’ 

আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন করে গবিসাস।

এতে আরও উপস্থিত ছিলেন—গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ, এসিআই এনিমেল হেলথের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহিন শাহ, গবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আসিফ আল আজাদ, বিভিন্ন অনুষদের শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।

পাঞ্জেরী প্রকাশনী ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সহায়তায় অনুষ্ঠিত এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল আজকের পত্রিকা। 

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম সাংবাদিক সমিতি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত