Ajker Patrika

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী অগ্রগতি এনেছে প্রিসিশন মেডিসিন: ঢাবি অধ্যাপক মামুন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, ৩০ থেকে ৫০ শতাংশ ক্যানসার প্রতিরোধযোগ্য বলে গবেষণায় প্রমাণিত হয়েছে। স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা এবং শারীরিকভাবে সক্রিয় থাকার মাধ্যমে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

আজ বৃহস্পতিবার ‘মলিকুলার ইনসাইটস, থেরাপিউটিকস অ্যাডভান্সেস অ্যান্ড পলিসি ইনোভেশন ইন ক্যানসার কেয়ার’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই সম্মেলন হয়। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এবং ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।

মামুন আহমেদ বলেন, ক্যানসার শুধু একটি রোগ নয়; এটি এমন এক দীর্ঘ যাত্রা, যা রোগী, পরিবার ও সমাজকে গভীরভাবে প্রভাবিত করে। বিশ্বের অন্যতম বড় স্বাস্থ্য চ্যালেঞ্জ হিসেবে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় ইতিমধ্যে যুগান্তকারী অগ্রগতি হয়েছে। ক্যানসার চিকিৎসায় প্রচলিত ‘একই পদ্ধতি সবার জন্য’ ধারণার অবসান ঘটেছে। এর পরিবর্তে এখন ব্যবহার হচ্ছে প্রিসিশন মেডিসিন, যা রোগীর টিউমারের জৈবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা নির্ধারণ করে।

তিনি বলেন, আণবিক জীববিজ্ঞান, জেনেটিকস, বায়োটেকনোলজি ও বায়োইনফরমেটিকসে সাম্প্রতিক অগ্রগতি ক্যানসার নির্ণয় ও চিকিৎসায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তবে উন্নত এসব পরীক্ষা ও চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সীমিত আয়ের মানুষ প্রায়ই এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রযুক্তিগত অগ্রগতি ও ব্যয়ভার—এ দুইয়ের মধ্যে ভারসাম্য আনা জরুরি।

সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, বাংলাদেশ ক্যানসার সোসাইটি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম এ হাই, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির, ইউনেসকোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ।

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত জেনেটিসিস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক স্যার ওয়াল্টার বোডমার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত