নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণে সবচেয়ে বিধ্বস্ত ভবনটি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।
আর ভবনের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
মঙ্গলবার রাতে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা এসব কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে ভেতরে কেউ আটকা থাকতে পারে। পুলিশ থেকে শুরু করে রাজউক কর্মকর্তারা ভবন মালিকের সাথে কথা বলেছেন। ভবনের ভেতর থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভেতরে থাকা মালামাল সরিয়ে নিতে ফায়ারের কর্মীরা কাজ করছেন। এ ঘটনার পর ভবনটির বেজমেন্টে এখনও কেউ আটকা আছে কি না তাও দেখছেন ফায়ারের কর্মীরা।
আনিছুর রহমান মিঞা বলেন, ‘মনে হচ্ছে ভবনটিতে লিকেজ ছিল। এ কারণে অনেক গ্যাস জমে থাকতে পারে। হয়ত তখন কেউ ম্যাচের কাঠি জ্বালানোর ফলে এমন ঘটনা ঘটতে পারে। তবে ফায়ারের কর্মকর্তারা এখনো চূড়ান্তভাবে কিছু বলেনি।’
একই বিষয় তুলে ধরে অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, ‘ভেতরে গ্যাসের গন্ধ পেয়েছেন ফায়ারের কর্মীরা। তবে এখনই বিষয়টি বলা যাচ্ছে না কি কারণে এমন ঘটনা ঘটেছে।’
সাইন্সল্যাব এলাকার বিস্ফোরণের সঙ্গে ঘটনার সাদৃশ্য আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, 'দুটি দুই ধরনের ঘটনা। ওই ঘটনায় আর এই ঘটনায় পৃথক রিপোর্ট দেয়া হবে। কী কারণে দুটি ঘটনা ঘটলো তা তদন্তে উঠে আসবে।’
আরও খবর পড়ুন:
রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণে সবচেয়ে বিধ্বস্ত ভবনটি ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন করপোরেশনের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা।
আর ভবনের ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীরা গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।
মঙ্গলবার রাতে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাঁরা এসব কথা বলেন।
রাজউক চেয়ারম্যান বলেন, ‘এই মুহূর্তে ভেতরে কেউ আটকা থাকতে পারে। পুলিশ থেকে শুরু করে রাজউক কর্মকর্তারা ভবন মালিকের সাথে কথা বলেছেন। ভবনের ভেতর থেকে লোকজন সরিয়ে নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভেতরে থাকা মালামাল সরিয়ে নিতে ফায়ারের কর্মীরা কাজ করছেন। এ ঘটনার পর ভবনটির বেজমেন্টে এখনও কেউ আটকা আছে কি না তাও দেখছেন ফায়ারের কর্মীরা।
আনিছুর রহমান মিঞা বলেন, ‘মনে হচ্ছে ভবনটিতে লিকেজ ছিল। এ কারণে অনেক গ্যাস জমে থাকতে পারে। হয়ত তখন কেউ ম্যাচের কাঠি জ্বালানোর ফলে এমন ঘটনা ঘটতে পারে। তবে ফায়ারের কর্মকর্তারা এখনো চূড়ান্তভাবে কিছু বলেনি।’
একই বিষয় তুলে ধরে অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার সাংবাদিকদের বলেন, ‘ভেতরে গ্যাসের গন্ধ পেয়েছেন ফায়ারের কর্মীরা। তবে এখনই বিষয়টি বলা যাচ্ছে না কি কারণে এমন ঘটনা ঘটেছে।’
সাইন্সল্যাব এলাকার বিস্ফোরণের সঙ্গে ঘটনার সাদৃশ্য আছে কি না জানতে চাইলে অতিরিক্ত কমিশনার বলেন, 'দুটি দুই ধরনের ঘটনা। ওই ঘটনায় আর এই ঘটনায় পৃথক রিপোর্ট দেয়া হবে। কী কারণে দুটি ঘটনা ঘটলো তা তদন্তে উঠে আসবে।’
আরও খবর পড়ুন:
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৪ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৫ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৯ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
১১ মিনিট আগে