Ajker Patrika

কারাগার থেকেই শুনানিতে অংশ নিতে পারবেন আসামিরা: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ জুন ২০২২, ১৮: ০৪
কারাগার থেকেই শুনানিতে অংশ নিতে পারবেন আসামিরা: পলক

দেশের বিচার ব্যবস্থা পুরোপুরি পেপারলেস করার চেষ্টা চলছে। জুডিশিয়াল সিস্টেমকে সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর করে স্বল্প সময়ে ও স্বল্প খরচে মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিতে ই-জুডিশিয়ারি প্রকল্প গ্রহণ করা হয়েছে।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে দেশের উচ্চ আদালত ও নিম্ন আদালতসমূহের বিচারিক সেবা ও তথ্য প্রদান প্রক্রিয়া সহজ করণে অনলাইন কজলিস্ট, জুডিশিয়াল মনিটরিং ড্যাশবোর্ড এবং মাইকোর্ট অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

পলক বলেন, ‘এরই মধ্যে এর অধীনে ২ হাজার ২২৪ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। এটি খুব অল্প দিনের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। ই-জুডিশিয়ারি প্রকল্পের মাধ্যমে প্রায় ২ হাজার কোর্ট রুম ডিজিটাইজ হবে। যেখানে অডিও রেকর্ডিং পুল সিস্টেম থাকবে। পাশাপাশি ভার্চুয়াল টার্মিনাল হবে, ১৪টি কেন্দ্রীয় কারাগার ডিজিটাল করা হবে। আর আসামিরা যাতে কারাগার থেকেই শুনানিতে অংশ নিতে পারে এ জন্য নয়টি কেন্দ্রীয় কারাগারসহ ৬৪টি জেলা কারাগারে ক্যামেরা ট্রায়াল রুম করা হবে।’ 

এটুআই-এর কারিগরি সহযোগিতায় আইন ও বিচার বিভাগ এবং ইউএনডিপির আয়োজনে এই অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি করোনায় আক্রান্ত হওয়ার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। 

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশ-এর আবাসিক প্রতিনিধি জনাব সুদীপ্ত মুখার্জি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আইন ও বিচার বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ইউএনডিপি বাংলাদেশ, এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিচারকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত