Ajker Patrika

ডিএনসিসির সাবেক কাউন্সিলর মুরাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিবির হাতে গ্রেপ্তার ডিএনসিসির সাবেক কাউন্সিলর মো. মুরাদ হোসেন। ছবি: সংগৃহীত
ডিবির হাতে গ্রেপ্তার ডিএনসিসির সাবেক কাউন্সিলর মো. মুরাদ হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে মিরপুর আহমেদ নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, মিরপুর ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুরাদ হোসেনকে মিরপুর আহমেদ নগর থেকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়া আরও কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত