Ajker Patrika

দ্বাদশ জাতীয় সংসদকে লাল কার্ড প্রদর্শন করল এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদকে লাল কার্ড প্রদর্শন করল এবি পার্টি

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ মিছিল করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন ‘বিজয়-৭১ চত্বরে’ তাঁরা এ কর্মসূচি পালন করেন। 

নতুন সংসদকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট’ আখ্যা দিয়ে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বর্তমান দ্বাদশ সংসদ ফাইভ পার্সেন্ট জনপ্রত্যাখ্যাত সংসদ। আমাদের এই প্রতীকী লাল কার্ড প্রদর্শন মূলত দেশের পঁচানব্বই ভাগ মানুষের পক্ষ থেকে বেআইনি সংসদকে প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক প্রতিবাদ। আওয়ামী লীগ নেতারা মুখে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু বাস্তবে ৯৫ ভাগ মানুষের প্রতি তাদের অন্তরজুড়ে আছে হিংসা ও বিষ। তাঁদের লুটপাট ও স্বৈরাচারী কর্মকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।’ 

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ‘আওয়ামী লীগ জন্মকালে ছিল আওয়ামী মুসলিম লীগ, পরে সেক্যুলার সাজতে গিয়ে মুসলিম শব্দ বাদ দিয়ে সে হয়েছে আওয়ামী লীগ। মুখে গণতন্ত্রের কথা বললেও সে আদতে মনে মনে স্বৈরাচার। সে জন্য সে সুযোগ পেলেই বাকশালের রূপ ধারণ করে।’ 

সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাল-জালিয়াতি করে ডামি সংসদ গঠন করেছে আওয়ামী লীগ। সংবিধান লঙ্ঘন করে এই সংসদের সদস্যরা অবৈধভাবে শপথ নিয়েছে। আমরা ভোট চুরি করা এই সংসদ সদস্যদের লাল কার্ড দেখানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় এবি পার্টির এই সংগ্রাম চলছে, চলবে ইনশা আল্লাহ।’ 

লালকার্ড মিছিলে দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ আরও অনেকে। 

সমাবেশের পরে দলটি লালকার্ড মিছিল করে। এই মিছিল বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা জাতীয় সংসদের অধিবেশনকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত