নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ মিছিল করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন ‘বিজয়-৭১ চত্বরে’ তাঁরা এ কর্মসূচি পালন করেন।
নতুন সংসদকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট’ আখ্যা দিয়ে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বর্তমান দ্বাদশ সংসদ ফাইভ পার্সেন্ট জনপ্রত্যাখ্যাত সংসদ। আমাদের এই প্রতীকী লাল কার্ড প্রদর্শন মূলত দেশের পঁচানব্বই ভাগ মানুষের পক্ষ থেকে বেআইনি সংসদকে প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক প্রতিবাদ। আওয়ামী লীগ নেতারা মুখে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু বাস্তবে ৯৫ ভাগ মানুষের প্রতি তাদের অন্তরজুড়ে আছে হিংসা ও বিষ। তাঁদের লুটপাট ও স্বৈরাচারী কর্মকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।’
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ‘আওয়ামী লীগ জন্মকালে ছিল আওয়ামী মুসলিম লীগ, পরে সেক্যুলার সাজতে গিয়ে মুসলিম শব্দ বাদ দিয়ে সে হয়েছে আওয়ামী লীগ। মুখে গণতন্ত্রের কথা বললেও সে আদতে মনে মনে স্বৈরাচার। সে জন্য সে সুযোগ পেলেই বাকশালের রূপ ধারণ করে।’
সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাল-জালিয়াতি করে ডামি সংসদ গঠন করেছে আওয়ামী লীগ। সংবিধান লঙ্ঘন করে এই সংসদের সদস্যরা অবৈধভাবে শপথ নিয়েছে। আমরা ভোট চুরি করা এই সংসদ সদস্যদের লাল কার্ড দেখানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় এবি পার্টির এই সংগ্রাম চলছে, চলবে ইনশা আল্লাহ।’
লালকার্ড মিছিলে দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ আরও অনেকে।
সমাবেশের পরে দলটি লালকার্ড মিছিল করে। এই মিছিল বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা জাতীয় সংসদের অধিবেশনকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন।
দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে প্রত্যাখ্যান করে লাল কার্ড প্রদর্শন ও বিক্ষোভ মিছিল করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বিকেলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন ‘বিজয়-৭১ চত্বরে’ তাঁরা এ কর্মসূচি পালন করেন।
নতুন সংসদকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট’ আখ্যা দিয়ে এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘বর্তমান দ্বাদশ সংসদ ফাইভ পার্সেন্ট জনপ্রত্যাখ্যাত সংসদ। আমাদের এই প্রতীকী লাল কার্ড প্রদর্শন মূলত দেশের পঁচানব্বই ভাগ মানুষের পক্ষ থেকে বেআইনি সংসদকে প্রত্যাখ্যানের আনুষ্ঠানিক প্রতিবাদ। আওয়ামী লীগ নেতারা মুখে সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু বাস্তবে ৯৫ ভাগ মানুষের প্রতি তাদের অন্তরজুড়ে আছে হিংসা ও বিষ। তাঁদের লুটপাট ও স্বৈরাচারী কর্মকাণ্ড বাংলাদেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।’
মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, ‘আওয়ামী লীগ জন্মকালে ছিল আওয়ামী মুসলিম লীগ, পরে সেক্যুলার সাজতে গিয়ে মুসলিম শব্দ বাদ দিয়ে সে হয়েছে আওয়ামী লীগ। মুখে গণতন্ত্রের কথা বললেও সে আদতে মনে মনে স্বৈরাচার। সে জন্য সে সুযোগ পেলেই বাকশালের রূপ ধারণ করে।’
সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে জাল-জালিয়াতি করে ডামি সংসদ গঠন করেছে আওয়ামী লীগ। সংবিধান লঙ্ঘন করে এই সংসদের সদস্যরা অবৈধভাবে শপথ নিয়েছে। আমরা ভোট চুরি করা এই সংসদ সদস্যদের লাল কার্ড দেখানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করছি। গণতন্ত্র প্রতিষ্ঠায় এবি পার্টির এই সংগ্রাম চলছে, চলবে ইনশা আল্লাহ।’
লালকার্ড মিছিলে দলের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ আরও অনেকে।
সমাবেশের পরে দলটি লালকার্ড মিছিল করে। এই মিছিল বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে। এ সময় নেতা-কর্মীরা জাতীয় সংসদের অধিবেশনকে ‘প্রহসনের ফাইভ পার্সেন্ট সংসদ’ আখ্যা দিয়ে প্রতীকী লাল কার্ড প্রদর্শন করেন।
নারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
২ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
৩ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
৯ মিনিট আগেমাগুরায় শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দিয়েছেন মাগুরা ও ফরিদপুর মেডিকেলের তিন জন চিকিৎসক। যারা শিশুটির চিকিৎসা করেছিলেন।
২৯ মিনিট আগে