উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে ৮ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। আটক হওয়া ব্যক্তির নাম আব্দুল আজিজ। তিনি বিএসসিসির কিচেনে কর্মরত। আজ বুধবার বিমানবন্দরের বিএফসিসির গেটে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককালে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত শার্ট, প্যান্টসহ বিভিন্ন জায়গা থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি সোনার বারের বান্ডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৮ কেজি। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানতে পারে, বিমানের ক্যাটারিং সার্ভিসে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে সোনা পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতেই বাঁধার মুখে পড়তে হয় কাস্টমস কর্মকর্তাদের। দুটি গেটের একটি গেট দিয়েও প্রবেশ করতে দেওয়া হয় না। শুরু হয় বিমানের ক্যাটারিং সেন্টারের নানা টালবাহানা। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় ক্যাটারিং সেন্টারে প্রবেশ করলে তারা জানায়, আব্দুল আজিজ দুপুর ১টা ৪৯ মিনিটে অফিস থেকে চলে গেছেন।
ঢাকা কাস্টমস হাউসের এই কর্মকর্তা বলেন, এই অবস্থায় দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে কাস্টমসের দুজন ব্যক্তি নজরদারিতে থাকেন। এরপর রাত ৮টার দিকে সোনা চোরাচালানকারী আব্দুল আজিজ বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে আসেন। এ সময় কাস্টম কর্মকর্তারা আব্দুল আজিজকে আটক করে।
ডিসি সানোয়ারুল কবির বলেন, পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের প্রায় ৮ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কাস্টমস আইন এবং বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হবে। সেই সঙ্গে আটক হওয়া আব্দুল আজিজকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিমানবন্দর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) থেকে ৮ কেজি স্বর্ণসহ একজনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। আটক হওয়া ব্যক্তির নাম আব্দুল আজিজ। তিনি বিএসসিসির কিচেনে কর্মরত। আজ বুধবার বিমানবন্দরের বিএফসিসির গেটে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটককালে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত শার্ট, প্যান্টসহ বিভিন্ন জায়গা থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৪টি সোনার বারের বান্ডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন প্রায় ৮ কেজি। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিমের উপকমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবির আজকের পত্রিকাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ জানতে পারে, বিমানের ক্যাটারিং সার্ভিসে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে সোনা পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতেই বাঁধার মুখে পড়তে হয় কাস্টমস কর্মকর্তাদের। দুটি গেটের একটি গেট দিয়েও প্রবেশ করতে দেওয়া হয় না। শুরু হয় বিমানের ক্যাটারিং সেন্টারের নানা টালবাহানা। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় ক্যাটারিং সেন্টারে প্রবেশ করলে তারা জানায়, আব্দুল আজিজ দুপুর ১টা ৪৯ মিনিটে অফিস থেকে চলে গেছেন।
ঢাকা কাস্টমস হাউসের এই কর্মকর্তা বলেন, এই অবস্থায় দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে কাস্টমসের দুজন ব্যক্তি নজরদারিতে থাকেন। এরপর রাত ৮টার দিকে সোনা চোরাচালানকারী আব্দুল আজিজ বিমানের ক্যাটারিং অফিসের গেটের সামনে আসেন। এ সময় কাস্টম কর্মকর্তারা আব্দুল আজিজকে আটক করে।
ডিসি সানোয়ারুল কবির বলেন, পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করে প্রায় ৬ কোটি টাকা মূল্যের প্রায় ৮ কেজি স্বর্ণের বার জব্দ করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কাস্টমস আইন এবং বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হবে। সেই সঙ্গে আটক হওয়া আব্দুল আজিজকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিমানবন্দর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে ঢাকা কাস্টম হাউস কর্তৃপক্ষ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিন-রাত চলছে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাথর ও বালু তোলার কাজ। বিশেষ করে উপজেলার সাঁও, চাওয়াই ও করতোয়া নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলা হচ্ছে নির্বিচারে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ নষ্ট হচ্ছে এবং আশঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ ভাঙনের। নদীর দুই তীর, ফসলি জম
৪ ঘণ্টা আগেচলমান সংস্কারের আওতায় অঙ্গীভূত আনসারদের সুনির্দিষ্টকরনের মাধ্যমে উপজেলা আনসার কোম্পানির প্রশিক্ষণ ধারণাকে ঢেলে সাজিয়ে একটি জাতীয় নিরাপত্তা প্লাটফর্মে আনা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
৫ ঘণ্টা আগেজনবলসহ বিভিন্ন সংকটে ভুগছে ২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার ২০ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবার এই কেন্দ্রটিতে প্রয়োজনের চেয়ে কয়েক গুণ কম চিকিৎসক, কর্মচারী আছেন। ফলে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের চিকিৎসাসেবা।
৫ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা মীরাবাড়ির বাসিন্দা আসাদ ভূঁইয়া (৪৫)। কাজ করতেন স্থানীয় এক ওয়ার্কশপে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালিয়ে যাচ্ছিলেন কোনোরকমে। গত বছরের ২৫ আগস্ট রূপসী মোড়ে গাজী টায়ার্স কারখানায় লুটপাট ও মারামারি শুরু হলে হাজারো
৫ ঘণ্টা আগে