Ajker Patrika

রামপুরার আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
রামপুরার আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজধানীর রামপুরায় একটি আবাসিক হোটেল থেকে ইকবাল হোসেন (৫০) নামের এক আদম ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রামপুরা ডিআইটি প্রজেক্টের ‘হোটেল আর ইসলাম’-এর পঞ্চম তলার ৪১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়। 

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বিকেলে আবাসিক হোটেলটির ৪১০ নম্বর কক্ষের দরজা ভেঙে ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করি। এ সময় মরদেহটি বিছানার ওপর শায়িত অবস্থায় ছিল। মরদেহের পাশে একটি বিষের বোতল পড়ে ছিল। এ ছাড়া তাঁর নাক-মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ 

হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে এসআই তাজুল ইসলাম বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় হোটেলটির ওই কক্ষে ওঠেন ওই ব্যক্তি। আজ বিকেলে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে তারা থানায় খবর দেয়। মোবাইল ফোনের সূত্র ধরে তাঁর নাম জানা যায় ইকবাল হোসেন (৫০), বাবার নাম মোশার হোসেন খান। তাঁর বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার চরকখালি গ্রামে। বর্তমানে থাকতেন শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে। ইকবাল পেশায় আদম ব্যবসায়ী ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত