Ajker Patrika

সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২২, ১৫: ৫৫
সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী

হাসপাতাল থেকে বেইলি রোডের সরকারি বাসভবনে ফিরেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন। 

গত ৭ মে (শনিবার) রাতে অসুস্থ মন্ত্রীকে রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। ওই সময় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অধ্যাপক বিমল রায় জানিয়েছিলেন, নুরুজ্জামান আহমেদ দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগের সমস্যায় ভুগছেন। এ ছাড়া তাঁর উচ্চমাত্রায় ডায়াবেটিস ছিল। পরে রংপুর মেডিকেলেই মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। 

সমাজকল্যাণমন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান আহমেদ জানিয়েছিলেন, ঢাকা থেকে আসার পর থেকেই তিনি (মন্ত্রী) ঈদ উদ্‌যাপনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে খুব ব্যস্ততার মধ্যে ছিলেন। কয়েক দিন ধরে ঠিকমতো বিশ্রাম নেওয়া হয়নি তাঁর। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়িতে ফেরার পথে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে তাঁকে রমেক হাসপাতালে নেওয়া হয়। 

হৃদ্‌রোগে আক্রান্ত লালমনিরহাট-২ আসনের এই সাংসদকে ৮ মে বিকেলে পারিবারিক সিদ্ধান্তে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হয়। সেখানেই এত দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে সুস্থ হয়ে বাসায় ফিরলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত