Ajker Patrika

দুদকের মামলায় বিএনপি নেতা আমান ও তাঁর স্ত্রী খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি: আজকের পত্রিকা
সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি: আজকের পত্রিকা

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানকে ১৩ বছরের সাজা থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। খালাস দেওয়া হয়েছে তাঁর স্ত্রী সাবেরা আমানকেও।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুজনের করা আপিল মঞ্জুর করে আজ বুধবার প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। এ রায়ে তাঁদের দণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করা হয়েছে। এর আগে শুনানি শেষে আজ ৩০ এপ্রিল রায়ের জন্য দিন ধার্য করা হয়।

২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন পুনঃশুনানির নির্দেশ দেন আপিল বিভাগ। সে অনুযায়ী হাইকোর্টে পুনরায় শুনানি শেষে ২০২৩ সালের ৩০ মে রায় ঘোষণা করা হয়। তাতে বিচারিক আদালতের সাজা বহাল রাখা হয়।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন আমান দম্পতি। হাইকোর্টের রায় প্রকাশিত হওয়ার পর ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর আত্মসমর্পণ করলে আমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। গত বছরের ২০ মার্চ আমানকে জামিন দেন আপিল বিভাগ।

আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী আসিফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত