Ajker Patrika

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অ্যাসিড নিক্ষেপ, যুবকের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অ্যাসিড নিক্ষেপ, যুবকের যাবজ্জীবন

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ফরিদপুরে এক গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে জরিমানার ১ লাখ টাকা অ্যাসিড নিক্ষেপের শিকার গৃহবধূকে দেওয়ার নির্দেশ দেন আদালত। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। 

এ সময় আসামি গৌতম মন্ডল (৪০) আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি জেলার মধুখালী উপজেলার শ্রীনাথপুর গ্রামের বাসানু মন্ডলের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর রাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি মধুখালী উপজেলার জগন্নাথদীতে রান্না করছিলেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই দিন আসামি গৌতম মণ্ডল তাঁর শরীরের বিভিন্ন স্থানে অ্যাসিড নিক্ষেপ করেন। পরে ওই গৃহবধূকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। 

তবে, ওই গৃহবধূ এখনো শরীরের বিভিন্ন স্থানে অ্যাসিডের স্মৃতিচিহ্ন নিয়ে বেঁচে আছেন। এ ঘটনায় মধুখালী থানায় পরবর্তীতে একটি মামলা দায়ের করে ওই গৃহবধূর পরিবার। 

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের দায়ে গৌতম মন্ডল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই গৃহবধূকে এক লাখ টাকা দিতে বলা হয়েছে আসামিকে। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ও অপরাধ প্রবণতা কমে আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত