নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উত্তরার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আটজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক সাজু মিয়া প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর করা ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চন্দ্রপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ সানোয়ার হোসেন, ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশাংগাড়ল গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইমন ওরফে মিলন, শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের আলী আকবরের ছেলে আকাশ মাতবর ও তাঁর ভাই সাগর মাতবর, সুনামগঞ্জের সদর থানার বড়পাড়া গ্রামের ছগির উদ্দিনের ছেলে বদরুল আলম, সুনামগঞ্জের ছাতক থানার জাউয়া বাজারের আব্দুল ওয়াদুদের ছেলে মিজানুর রহমান, সুনামগঞ্জ সদরের তেঘরিয়া গ্রামের কহিনুর মিয়ার ছেলে সনাই মিয়া এবং সুনামগঞ্জ সদরের আরপিননগরের মৃত মোসাব্বিরের ছেলে এনামুল হক বাদশা।
৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানার দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ্–বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।
ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে আনুমানিক ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় ডিবি। পরে উদ্ধার হওয়া টাকা গণনা করে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায় বলে ডিবি জানায়। অথচ পুলিশ প্রতিবেদনে দেখানো হয় আসামিদের কাছ থেকে ২ কোটি ৫৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
শুনানির সময় আদালত তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আদালত তদন্ত কর্মকর্তাকে প্রশ্ন করেন, ‘বাকি টাকা কোথায় গেল?’ তদন্ত কর্মকর্তা এ সময় নীরব থাকেন। আদালত পরে উষ্মা প্রকাশ করেন।
উত্তরার ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আটজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে তাঁদের আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক সাজু মিয়া প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর করা ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চন্দ্রপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ সানোয়ার হোসেন, ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশাংগাড়ল গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইমন ওরফে মিলন, শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের আলী আকবরের ছেলে আকাশ মাতবর ও তাঁর ভাই সাগর মাতবর, সুনামগঞ্জের সদর থানার বড়পাড়া গ্রামের ছগির উদ্দিনের ছেলে বদরুল আলম, সুনামগঞ্জের ছাতক থানার জাউয়া বাজারের আব্দুল ওয়াদুদের ছেলে মিজানুর রহমান, সুনামগঞ্জ সদরের তেঘরিয়া গ্রামের কহিনুর মিয়ার ছেলে সনাই মিয়া এবং সুনামগঞ্জ সদরের আরপিননগরের মৃত মোসাব্বিরের ছেলে এনামুল হক বাদশা।
৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানার দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ্–বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।
ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে আনুমানিক ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় ডিবি। পরে উদ্ধার হওয়া টাকা গণনা করে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায় বলে ডিবি জানায়। অথচ পুলিশ প্রতিবেদনে দেখানো হয় আসামিদের কাছ থেকে ২ কোটি ৫৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
শুনানির সময় আদালত তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আদালত তদন্ত কর্মকর্তাকে প্রশ্ন করেন, ‘বাকি টাকা কোথায় গেল?’ তদন্ত কর্মকর্তা এ সময় নীরব থাকেন। আদালত পরে উষ্মা প্রকাশ করেন।
লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেদীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৪ ঘণ্টা আগেঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
৪ ঘণ্টা আগেসিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...
৫ ঘণ্টা আগে