Ajker Patrika

সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আটজন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৯: ৩৫
সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আটজন ৫ দিনের রিমান্ডে

উত্তরার ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেডের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার আটজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে তাঁদের আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক সাজু মিয়া প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর করা ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার চন্দ্রপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ সানোয়ার হোসেন, ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশাংগাড়ল গ্রামের নূর মোহাম্মদের ছেলে ইমন ওরফে মিলন, শরীয়তপুর জেলার জাজিরা থানার জয়নগর গ্রামের আলী আকবরের ছেলে আকাশ মাতবর ও তাঁর ভাই সাগর মাতবর, সুনামগঞ্জের সদর থানার বড়পাড়া গ্রামের ছগির উদ্দিনের ছেলে বদরুল আলম, সুনামগঞ্জের ছাতক থানার জাউয়া বাজারের আব্দুল ওয়াদুদের ছেলে মিজানুর রহমান, সুনামগঞ্জ সদরের তেঘরিয়া গ্রামের কহিনুর মিয়ার ছেলে সনাই মিয়া এবং সুনামগঞ্জ সদরের আরপিননগরের মৃত মোসাব্বিরের ছেলে এনামুল হক বাদশা। 

৯ মার্চ সকালে রাজধানীর উত্তরার তুরাগ থানার দিয়াবাড়ি ১১ নম্বর সড়কে ডাচ্‌–বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে ৯ মার্চ দিবাগত রাতে মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।

ছিনতাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই উত্তরা এলাকা থেকে ছিনতাই হওয়া সোয়া ১১ কোটি টাকার মধ্যে আনুমানিক ৯ কোটি টাকা উদ্ধারের কথা জানায় ডিবি। পরে উদ্ধার হওয়া টাকা গণনা করে ৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যায় বলে ডিবি জানায়। অথচ পুলিশ প্রতিবেদনে দেখানো হয় আসামিদের কাছ থেকে ২ কোটি ৫৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

শুনানির সময় আদালত তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে আদালত তদন্ত কর্মকর্তাকে প্রশ্ন করেন, ‘বাকি টাকা কোথায় গেল?’ তদন্ত কর্মকর্তা এ সময় নীরব থাকেন। আদালত পরে উষ্মা প্রকাশ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত