নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতি একটি স্বাধীন বাংলাদেশ পেত না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপপরিচালক (মানবসম্পদ) রফিকুল ইসলাম। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে জাতীয় শিশু দিবস পালন করছি। বঙ্গবন্ধু না হলে আমরা বাংলাদেশ পেতাম না, বাংলাদেশের অভ্যুদয় হতো না। বঙ্গবন্ধু দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন। তিনি শিশুদের শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশকে স্বাধীন করা থেকে শুরু করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নত করার জন্য বহু পদক্ষেপ বঙ্গবন্ধু নিয়েছিলেন। বর্তমানে চলমান বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বঙ্গবন্ধুর পরিকল্পনারই প্রতিফলন।’
জাতিসংঘ কর্তৃক শিশু অধিকার সনদ গ্রহণের অনেক আগেই বঙ্গবন্ধু শিশুদের জন্য আলাদা আইন করেছিলেন। ১৯৭০ এর নির্বাচনী ইশতেহারে শিশু শিক্ষার কথা উল্লেখ করেছিলেন যা তিনি ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমে বাস্তবায়ন করেছিলেন। বঙ্গবন্ধু নিজের জন্য কিছুই করেননি। তদ্রূপ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের ব্যক্তিস্বার্থ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ বলে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু শিশুকাল থেকে মানবদরদি ও প্রতিবাদী ছিলেন; পরিবার থেকে রাজনীতি, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত বঙ্গবন্ধুর মানবতার দর্শন উল্লেখযোগ্য। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারব।’
কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে; স্বাধীন দেশে আমরা বিচারক হতে পেরেছি, আমরা বড় আমলা হতে পেরেছি; বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পেরেছি। বাংলাদেশ স্বাধীন না হলে তা সম্ভব ছিল না। আমরাই লাভবান হয়েছি। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ আগের মতোই কাজ করে যাচ্ছেন। সে জন্য আমাদের বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বঙ্গবন্ধুর ভাষণ, উপদেশ থেকে শিক্ষা নিতে হবে; সেগুলো বাস্তবায়ন করে দেখাতে হবে; বঙ্গবন্ধুর আদর্শকে মনে ধারণ না করলে শুধু কথায় বলে কোনো লাভ হবে না।’
জহুরুল হক বলেন, ‘বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন; সকলকে নিয়ে দেশ থেকে দুর্নীতি দূর করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে।’
দিবসের তাৎপর্য নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন দুদক মহাপরিচালক (লিগ্যাল), প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকসহ সকল পর্যায়ের বক্তারা।
বঙ্গবন্ধুর জন্ম না হলে জাতি একটি স্বাধীন বাংলাদেশ পেত না বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ। আজ বৃহস্পতিবার দুপুরে সংস্থাটির প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন উপপরিচালক (মানবসম্পদ) রফিকুল ইসলাম। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
সভাপতির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিনে জাতীয় শিশু দিবস পালন করছি। বঙ্গবন্ধু না হলে আমরা বাংলাদেশ পেতাম না, বাংলাদেশের অভ্যুদয় হতো না। বঙ্গবন্ধু দূরদৃষ্টিসম্পন্ন ছিলেন। তিনি শিশুদের শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে সুপরিকল্পিত উদ্যোগ নিয়েছিলেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘দেশকে স্বাধীন করা থেকে শুরু করে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, উন্নত করার জন্য বহু পদক্ষেপ বঙ্গবন্ধু নিয়েছিলেন। বর্তমানে চলমান বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বঙ্গবন্ধুর পরিকল্পনারই প্রতিফলন।’
জাতিসংঘ কর্তৃক শিশু অধিকার সনদ গ্রহণের অনেক আগেই বঙ্গবন্ধু শিশুদের জন্য আলাদা আইন করেছিলেন। ১৯৭০ এর নির্বাচনী ইশতেহারে শিশু শিক্ষার কথা উল্লেখ করেছিলেন যা তিনি ১৯৭৩ সালে প্রাথমিক শিক্ষা জাতীয়করণের মাধ্যমে বাস্তবায়ন করেছিলেন। বঙ্গবন্ধু নিজের জন্য কিছুই করেননি। তদ্রূপ বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের ব্যক্তিস্বার্থ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ বলে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু শিশুকাল থেকে মানবদরদি ও প্রতিবাদী ছিলেন; পরিবার থেকে রাজনীতি, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত বঙ্গবন্ধুর মানবতার দর্শন উল্লেখযোগ্য। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারব।’
কমিশনার (তদন্ত) জহুরুল হক বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে; স্বাধীন দেশে আমরা বিচারক হতে পেরেছি, আমরা বড় আমলা হতে পেরেছি; বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পেরেছি। বাংলাদেশ স্বাধীন না হলে তা সম্ভব ছিল না। আমরাই লাভবান হয়েছি। কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ আগের মতোই কাজ করে যাচ্ছেন। সে জন্য আমাদের বেশি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। বঙ্গবন্ধুর ভাষণ, উপদেশ থেকে শিক্ষা নিতে হবে; সেগুলো বাস্তবায়ন করে দেখাতে হবে; বঙ্গবন্ধুর আদর্শকে মনে ধারণ না করলে শুধু কথায় বলে কোনো লাভ হবে না।’
জহুরুল হক বলেন, ‘বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন; সকলকে নিয়ে দেশ থেকে দুর্নীতি দূর করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সবাইকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে।’
দিবসের তাৎপর্য নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেন দুদক মহাপরিচালক (লিগ্যাল), প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালকসহ সকল পর্যায়ের বক্তারা।
অপরাধবিষয়ক পেশাদার সাংবাদিকদের সংগঠন ক্র্যাব ৪৩ বছরে পদার্পণ করেছে। গতকাল শুক্রবার নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সংগঠনটির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
৫ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সিলেট বিভাগের চার জেলায় পরিবেশ ধ্বংস করে ব্যাপকভাবে বালু-পাথর লুটপাট শুরু হয়। ২ ডিসেম্বর সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেন অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী। গত ৯ মাসে পরিবেশ ও খনিজ সম্পদ রক্ষায় তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। উল্টো তাঁর বক্তব্যে উৎসাহিত হয়...
৫ ঘণ্টা আগেগুরুত্বপূর্ণ তিন বিশ্ববিদ্যালয় ঢাকা, রাজশাহী ও জাহাঙ্গীরনগরে কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘোষণা করা হয়েছে তফসিলও। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে আন্দোলনের পর এখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন গঠনতন্ত্রের ভেতরেই...
৫ ঘণ্টা আগেকিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় জেলা যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া দুই নেতা হলেন জেলা যুবদলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক এমদাদ। আজ শুক্রবার (২২ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের...
৬ ঘণ্টা আগে