Ajker Patrika

ডামুড্যায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ১৪: ০৮
ডামুড্যায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২২-এর জেলা পর্যায়ের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শরীয়তপুরের ডামুড্যায় এ সামাদ ইসলামি একাডেমি মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। শরীয়তপুর জেলার ৫০টি মাদ্রাসার ৩১০ জন প্রতিযোগীকে নিয়ে চূড়ান্ত পর্বের এই আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৫টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগ অঞ্চল-২-এর সভাপতি হাফেজ মাওলানা শওকত আলী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ মাওলানা মুফতি হাসান কায়েফ। 

বক্তব্য রাখছেন অতিথিরাসভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা শওকত আলী বলেন, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে কুরআন চর্চার বিকল্প নেই। মানুষকে দুনিয়া ও আখিরাতে মুক্তি পেতে হলে কুরআন পড়া এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা অবশ্যই কর্তব্য। 

এ সময় উপস্থিত ছিলেন—মাওলানা আবু বকর, মুফতি সিব্বির আহমেদ ওসমানী, এ সামাদ ইসলামিয়া একাডেমির প্রিন্সিপাল মাওলানা জাফর আহমেদ, মারকাজুত তাহফিজ হাফেজি মাদ্রাসার প্রতিষ্ঠা পরিচালক হাফেজ মাওলানা আবদুস সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মো. জামাল হোসেন মিথুন সিকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মিরাজ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হক ইমরানসহ অন্য আলেমেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত