নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর থেকে ছেলের কল পেয়ে রাজশাহীতে আত্মহত্যার চেষ্টারত এক মাকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রাজধানীর মিরপুর থেকে এক তরুণ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় তাঁর মা আত্মহত্যার চেষ্টা করছেন। বারবার কল দিলেও তাঁর মা আর ফোন ধরছেন না। তাই দ্রুত তাঁর মাকে উদ্ধারের অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল সৌমিত মৈত্র কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে চন্দ্রিমা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপাচারের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান থানা-পুলিশ এবং তথ্যদাতার সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধারের তথ্য নিতে থাকেন।
চন্দ্রিমা থানা-পুলিশ বাসায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি করার পর সেই মা নিজেই দরজা খুলে দিয়ে অজ্ঞান হয়ে যান। পরে জানা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সৌভাগ্যক্রমে ঝুলন্ত অবস্থায় ওড়না খুলে তিনি নিচে পড়ে যান, ঠিক সেই মুহূর্তে চন্দ্রিমা থানার পুলিশ দল গিয়ে উপস্থিত হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চন্দ্রিমা থানা-পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই লুৎফর রহমান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন। উদ্ধারকৃত আত্মহত্যা চেষ্টারত নারীর আনুমানিক বয়স (৪৭)।
জানা গেছে, ২০১৭ সালে স্বামী হারানো ওই নারীকে প্রেমঘটিত সম্পর্কের মিথ্যা অপবাদ ও লাঞ্ছনা করা হয়। তাই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে ওই নারীর ছেলে জানান, তাঁর মা এখন সুস্থ হয়ে উঠেছেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া হবে। মাকে বাড়িতে নিয়ে যাবেন বলে জানান তিনি।
রাজধানীর মিরপুর থেকে ছেলের কল পেয়ে রাজশাহীতে আত্মহত্যার চেষ্টারত এক মাকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।
পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, রাজধানীর মিরপুর থেকে এক তরুণ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় তাঁর মা আত্মহত্যার চেষ্টা করছেন। বারবার কল দিলেও তাঁর মা আর ফোন ধরছেন না। তাই দ্রুত তাঁর মাকে উদ্ধারের অনুরোধ জানান।
৯৯৯ কলটেকার কনস্টেবল সৌমিত মৈত্র কলটি রিসিভ করেছিলেন। তিনি তাৎক্ষণিকভাবে চন্দ্রিমা থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। ৯৯৯ ডিসপাচারের দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মেহেদি হাসান থানা-পুলিশ এবং তথ্যদাতার সঙ্গে যোগাযোগ রেখে উদ্ধারের তথ্য নিতে থাকেন।
চন্দ্রিমা থানা-পুলিশ বাসায় গিয়ে দরজা ধাক্কাধাক্কি করার পর সেই মা নিজেই দরজা খুলে দিয়ে অজ্ঞান হয়ে যান। পরে জানা যায়, তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সৌভাগ্যক্রমে ঝুলন্ত অবস্থায় ওড়না খুলে তিনি নিচে পড়ে যান, ঠিক সেই মুহূর্তে চন্দ্রিমা থানার পুলিশ দল গিয়ে উপস্থিত হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চন্দ্রিমা থানা-পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই লুৎফর রহমান ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন। উদ্ধারকৃত আত্মহত্যা চেষ্টারত নারীর আনুমানিক বয়স (৪৭)।
জানা গেছে, ২০১৭ সালে স্বামী হারানো ওই নারীকে প্রেমঘটিত সম্পর্কের মিথ্যা অপবাদ ও লাঞ্ছনা করা হয়। তাই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।
আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১টার দিকে ওই নারীর ছেলে জানান, তাঁর মা এখন সুস্থ হয়ে উঠেছেন। বিকেলের দিকে হাসপাতাল থেকে ছাড়া হবে। মাকে বাড়িতে নিয়ে যাবেন বলে জানান তিনি।
মাত্র সাড়ে পাঁচ বছর বয়সী খুদে ফুটবলার সোহানের অসাধারণ প্রতিভা দেখে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক সাফজয়ী অধিনায়ক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক সোহানের বাড়িতে গিয়ে ফুটবল খেলার সরঞ্জা
৪০ মিনিট আগেনাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেট কারে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।
১ ঘণ্টা আগেআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা ও ব্যাংকের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের আহতের খবর পাওয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা সবাই ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারী। তবে হামলার সময় নিরাপত্তাকর্মীদের লাঠিপেটায় কতজন কর্মকর্তা আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান ওরফে আরমান আলী বাবুর (১১) গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও স্থানীয় থানা-পুলিশের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। র্যাব যেখানে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে, সেখানে থানা-পুলিশ বলছে—গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য
২ ঘণ্টা আগে