নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ বছরের সাফার যেন একটাই চাওয়া। বাবার বুকে মাথা রাখতে চায় সে। কান্নাভেজা কণ্ঠে কেবল সেই আকুতিই জানাল সবার কাছে। বলল, ‘আমার বাবা কিছু ভুল করেননি। আমি জানি না, তিনি এখন কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই।’
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে এ আকুতি জানায় সাফা। গুমের শিকার মানুষের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।
সাফা রাজধানীর বংশালের ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহেলের মেয়ে। ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তাঁকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
এই আয়োজনে দেওয়া বক্তৃতায় গুম হওয়া ব্যক্তিদের স্বজন ও মানবাধিকারকর্মীরা গুমের ঘটনায় জড়িত সংস্থা, কর্মকর্তা ও ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ভূমিকার জন্য জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ জন গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ফিরে এসেছেন। আর কিছু মানুষের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে রাস্তাঘাট, খালে-বিলে। আনুমানিক ২০০ ব্যক্তি এখনো নিখোঁজ।
এমন পরিসংখ্যান দিয়ে নূর খান বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ বলছে যে এত গুমের ঘটনা ঘটেনি। অনেকেই স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছেন। রাষ্ট্র পরিচালনায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের বিবৃতি গুমের ঘটনাকে দায়মুক্তি দেয়। ন্যায়বিচার হুমকির মুখে ফেলে।
নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে নির্যাতিতদের মুক্তি দেওয়ার আহ্বান জানান নূর খান। তিনি বলেন, ‘তা না হলে বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও দায়ী ব্যক্তিদের মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।’
মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী ও নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন সানজিদা ইসলাম জানান, গুম হওয়া ব্যক্তিদের পরিবার থানায় সাধারণ ডায়েরি, মামলা ও অভিযোগ করেছে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। এ কারণে তারা আন্তর্জাতিক সংস্থার সাহায্য চেয়েছে।
সানজিদা বলেন, ‘আমার ভাইদের যেখানে রাখা হয়েছে, সেই গোপন ডিটেনশন সেলের দায়িত্বশীল কর্মকর্তারা, আপনারা শুনে রাখুন, আমরা আপনাদের চিনি। কাউকে রেহাই দেওয়া হবে না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিখোঁজ ব্যক্তিদের তথ্য চেয়ে সরকারের কাছে একটি তালিকা দিয়েছে। এর পর থেকে সরকার র্যাবকে এ ধরনের কর্মকাণ্ড করতে নিষেধ করেছিল। তারপরও কিছু ঘটনা ঘটে চলেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, র্যাব এবং এর সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সম্প্রতি ঘোষিত ভিসা নীতির কারণে পরিস্থিতির পরিবর্তন হতে পারে মানবাধিকারকর্মীরা আশা প্রকাশ করেন।
১০ বছরের সাফার যেন একটাই চাওয়া। বাবার বুকে মাথা রাখতে চায় সে। কান্নাভেজা কণ্ঠে কেবল সেই আকুতিই জানাল সবার কাছে। বলল, ‘আমার বাবা কিছু ভুল করেননি। আমি জানি না, তিনি এখন কোথায় আছেন। আমি শুধু আমার বাবাকে ফিরে পেতে চাই।’
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শনিবার এক মানববন্ধন কর্মসূচিতে এ আকুতি জানায় সাফা। গুমের শিকার মানুষের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আন্তর্জাতিক গুম প্রতিরোধ সপ্তাহ পালন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে।
সাফা রাজধানীর বংশালের ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহেলের মেয়ে। ২০১৩ সালে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট তাঁকে তুলে নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
এই আয়োজনে দেওয়া বক্তৃতায় গুম হওয়া ব্যক্তিদের স্বজন ও মানবাধিকারকর্মীরা গুমের ঘটনায় জড়িত সংস্থা, কর্মকর্তা ও ব্যক্তিদের চিহ্নিত করে তাদের ভূমিকার জন্য জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন কমিশন গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানান।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. নূর খান বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬০০ জন গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৩০০ জন ফিরে এসেছেন। আর কিছু মানুষের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে রাস্তাঘাট, খালে-বিলে। আনুমানিক ২০০ ব্যক্তি এখনো নিখোঁজ।
এমন পরিসংখ্যান দিয়ে নূর খান বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ বলছে যে এত গুমের ঘটনা ঘটেনি। অনেকেই স্বেচ্ছায় আত্মগোপনে চলে গেছেন। রাষ্ট্র পরিচালনায় জড়িত ব্যক্তিদের কাছ থেকে এই ধরনের বিবৃতি গুমের ঘটনাকে দায়মুক্তি দেয়। ন্যায়বিচার হুমকির মুখে ফেলে।
নিরাপত্তা সংস্থাগুলোকে অবিলম্বে নির্যাতিতদের মুক্তি দেওয়ার আহ্বান জানান নূর খান। তিনি বলেন, ‘তা না হলে বর্তমান ও সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ ও দায়ী ব্যক্তিদের মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।’
মায়ের ডাক সংগঠনের সমন্বয়কারী ও নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন সানজিদা ইসলাম জানান, গুম হওয়া ব্যক্তিদের পরিবার থানায় সাধারণ ডায়েরি, মামলা ও অভিযোগ করেছে। কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। এ কারণে তারা আন্তর্জাতিক সংস্থার সাহায্য চেয়েছে।
সানজিদা বলেন, ‘আমার ভাইদের যেখানে রাখা হয়েছে, সেই গোপন ডিটেনশন সেলের দায়িত্বশীল কর্মকর্তারা, আপনারা শুনে রাখুন, আমরা আপনাদের চিনি। কাউকে রেহাই দেওয়া হবে না।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিখোঁজ ব্যক্তিদের তথ্য চেয়ে সরকারের কাছে একটি তালিকা দিয়েছে। এর পর থেকে সরকার র্যাবকে এ ধরনের কর্মকাণ্ড করতে নিষেধ করেছিল। তারপরও কিছু ঘটনা ঘটে চলেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, র্যাব এবং এর সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সম্প্রতি ঘোষিত ভিসা নীতির কারণে পরিস্থিতির পরিবর্তন হতে পারে মানবাধিকারকর্মীরা আশা প্রকাশ করেন।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে