Ajker Patrika

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে কাদের-মানিক

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১১: ৩৪
ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে কাদের-মানিক

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন আওয়ামী লীগের অ্যাডভোকেট আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন স্বতন্ত্রের অ্যাডভোকেট মানিক মজুমদার। 

গতকাল সোমবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। অ্যাডভোকেট দীনেশ চন্দ্র দাস নির্বাচনের কার্যক্রম পরিচালনা করেন। 

দীনেশ চন্দ্র দাস বলেন, ‘শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর আইনজীবী সমিতির মোট ভোটার ৩১৩ জন আর নির্বাচন ভোট প্রদান করেন ৩০৫ জন ভোটার। 

জেলা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ নির্বাচনে প্রাপ্ত ফলাফল অনুসারে নির্বাচিত অন্য সদস্যরা হলেন—সহসভাপতি অ্যাডভোকেট মো. আব্দুস সাত্তার (বিএনপি), অ্যাডভোকেট শামসুন নাহার (বিএনপি), সাধারণ-সম্পাদক অ্যাডভোকেট মানিক মজুমদার (স্বতন্ত্র), সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান মোল্লা (আ.লীগ), অর্থ সম্পাদক অ্যাডভোকেট এয়ার আলী (বিএনপি), অডিট সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল হোসাইন (বিএনপি), তথ্যপ্রযুক্তি রক্ষণাবেক্ষণ সম্পাদক অ্যাডভোকেট মো. ইনজামামুল হক মিঠু (আ.লীগ), প্রচার, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান (আ.লী.), ক্রীড়া ও সাংস্কৃতিক আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট মো. আলী জোহান (আ.লীগ)। 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (বিএনপি), অ্যাডভোকেট আনোয়ার হোসেন (আ.লীগ), মো. মোস্তফা জামান উজ্জ্বল (আ.লী), এ এইচ এম ইসহাক (বিএনপি), অ্যাডভোকেট আজিজুর রহমান (বিএনপি)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত