ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান তালুকদার (৪০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোহানের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল।
এ ঘটনায় শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার সকালে মারা যান কানিজ খাদিজা নিপা (৩৯) এবং দুপুরে মারা যান সোহানের স্ত্রী চায়না আক্তার (৩৫)। এ ছাড়া বর্তমানে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন মৃত নিপার মা হাসিনা মমতাজ। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে মারা যান নিপা। পরে দুপুরে মৃত্যু হয় চায়না আক্তারের।
মৃত নিপার বোন ইভা ইসলাম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার গোপালদি এলাকায়। বাবার নাম মো. কেসোয়ার মোল্লা। আড়াইহাজারের ওই বাসায় ভাড়া থাকতেন তাঁরা এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর মা হাসিনা মমতাজ গতকাল সন্ধ্যায় নিপার বাসায় বেড়াতে আসেন।
দগ্ধ সোহানের ভাগনে ফাহিম মোল্লা জানান, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামে। নারায়ণগঞ্জের আড়াইহাজার দীঘিরপাড়ে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান ও তার স্ত্রী চায়না। রাতে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি ওই বাসা থেকে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সকালে তাঁদের শেখ হাসিনা ইনস্টিটিউটে নিয়ে আসেন।
ফাহিম আরও জানান, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর স্ত্রী গৃহিণী। রাতে আগুনে তাঁরা চারজনই দগ্ধ হয়েছেন। তাঁদের ধারণা, গ্যাসলাইন বিস্ফোরণ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাঝরাতে একটি ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান তালুকদার (৪০)। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সোহানের শরীরের প্রায় শতভাগ দগ্ধ হয়েছিল।
এ ঘটনায় শরীরের ৯০ শতাংশ দগ্ধ নিয়ে শনিবার সকালে মারা যান কানিজ খাদিজা নিপা (৩৯) এবং দুপুরে মারা যান সোহানের স্ত্রী চায়না আক্তার (৩৫)। এ ছাড়া বর্তমানে ৫৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছেন মৃত নিপার মা হাসিনা মমতাজ। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।
গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে মারা যান নিপা। পরে দুপুরে মৃত্যু হয় চায়না আক্তারের।
মৃত নিপার বোন ইভা ইসলাম জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার গোপালদি এলাকায়। বাবার নাম মো. কেসোয়ার মোল্লা। আড়াইহাজারের ওই বাসায় ভাড়া থাকতেন তাঁরা এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর মা হাসিনা মমতাজ গতকাল সন্ধ্যায় নিপার বাসায় বেড়াতে আসেন।
দগ্ধ সোহানের ভাগনে ফাহিম মোল্লা জানান, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামে। নারায়ণগঞ্জের আড়াইহাজার দীঘিরপাড়ে একটি বাড়ির চতুর্থ তলায় ভাড়া থাকেন সোহান ও তার স্ত্রী চায়না। রাতে তিনি খবর পান, ওই বাসায় বিস্ফোরণে আগুন লেগেছে। তখন তিনি ওই বাসা থেকে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সকালে তাঁদের শেখ হাসিনা ইনস্টিটিউটে নিয়ে আসেন।
ফাহিম আরও জানান, সোহান স্থানীয় ফকির গার্মেন্টসে চাকরি করতেন। তাঁর স্ত্রী গৃহিণী। রাতে আগুনে তাঁরা চারজনই দগ্ধ হয়েছেন। তাঁদের ধারণা, গ্যাসলাইন বিস্ফোরণ থেকে এই আগুনের ঘটনা ঘটেছে।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৫ ঘণ্টা আগে