নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও খুলনা–৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই অভিযোগ করেন।
দুদক চেয়ারম্যান বরাবর করা আবেদনে ব্যারিস্টার সুমন বলেন, ‘সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মোর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ১৫ ও ১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি। এছাড়া ওই জমি নাম জারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউকে আবারও চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখনো যার জবাব মেলেনি বলে আবেদনে উল্লেখ করা হয়।’
এমপি হওয়ার সুযোগে ক্ষমতার অপব্যবহার করে বা রাজউকের সহায়তায় আবদুস সালাম মোর্শেদী ওই বাড়ি দখল করে রয়েছেন বলে মনে করেন ব্যারিস্টার সুমন। তাই বিষয়টি অনুসন্ধান করে আবদুস সালাম মোর্শেদী এবং রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন তিনি।
এদিকে দুদকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি সালাম মোর্শেদী। এমনকি ফোনে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।
পৃথক চিঠিতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের রাজধানীতে আটতলা বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদের অনুসন্ধান চেয়ে আবেদন করেছেন ব্যারিস্টার সুমন। এর আগে বুধবার ওই ওসির সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
শুনানিতে হাইকোর্ট ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার মনোভাবের সঙ্গে আমরা শতভাগ একমত। তবে রমনা থানার ওসির বিষয়ে দুদকে একটি আবেদন করুন। দুদক যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখব। এরপর আদালত শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে দুজনের বিষয়ে অনুসন্ধান করতে আবেদন করেন এই আইনজীবী।’
এর আগে ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৮ আগস্ট বিষয়টি হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তখন আদালত ব্যারিস্টার সুমনকে লিখিত আবেদন করতে বলেন। সে অনুযায়ী বুধবার রিট করেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকায় আটতলা বাড়ি করেছেন মনিরুল ইসলাম। বানাচ্ছেন আরও একটি ডুপ্লেক্স বাড়ি। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে রয়েছে চারটি প্লট। এমনকি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর পুলিশ সূত্র বলছে, যতটুকু তথ্য পাওয়া গেছে, মনিরুলের সম্পদের পরিমাণ এর চেয়ে অনেক বেশি।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ও খুলনা–৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই অভিযোগ করেন।
দুদক চেয়ারম্যান বরাবর করা আবেদনে ব্যারিস্টার সুমন বলেন, ‘সালাম মুর্শেদীর গুলশানের বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মোর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে ১৫ ও ১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি। এছাড়া ওই জমি নাম জারি ও দলিলের বিষয়ে জানতে চেয়ে চলতি বছরের ৪ জুলাই রাজউকে আবারও চিঠি দেয় গণপূর্ত মন্ত্রণালয়। এখনো যার জবাব মেলেনি বলে আবেদনে উল্লেখ করা হয়।’
এমপি হওয়ার সুযোগে ক্ষমতার অপব্যবহার করে বা রাজউকের সহায়তায় আবদুস সালাম মোর্শেদী ওই বাড়ি দখল করে রয়েছেন বলে মনে করেন ব্যারিস্টার সুমন। তাই বিষয়টি অনুসন্ধান করে আবদুস সালাম মোর্শেদী এবং রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন তিনি।
এদিকে দুদকে অভিযোগের বিষয়ে জানতে চেয়ে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি সালাম মোর্শেদী। এমনকি ফোনে খুদে বার্তা পাঠালেও সাড়া দেননি তিনি।
পৃথক চিঠিতে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামের রাজধানীতে আটতলা বাড়িসহ বিপুল পরিমাণ সম্পদের অনুসন্ধান চেয়ে আবেদন করেছেন ব্যারিস্টার সুমন। এর আগে বুধবার ওই ওসির সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন তিনি।
শুনানিতে হাইকোর্ট ব্যারিস্টার সুমনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার মনোভাবের সঙ্গে আমরা শতভাগ একমত। তবে রমনা থানার ওসির বিষয়ে দুদকে একটি আবেদন করুন। দুদক যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরা দেখব। এরপর আদালত শুনানি আগামী ২১ আগস্ট পর্যন্ত মুলতবি করেন। আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে হাজির হয়ে দুজনের বিষয়ে অনুসন্ধান করতে আবেদন করেন এই আইনজীবী।’
এর আগে ওসি মনিরুল ইসলামের আটতলা বাড়িসহ বিপুল সম্পদ ও মুক্তিযোদ্ধার বাড়ি দখলের অভিযোগের বিষয়ে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৮ আগস্ট বিষয়টি হাইকোর্টের নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তখন আদালত ব্যারিস্টার সুমনকে লিখিত আবেদন করতে বলেন। সে অনুযায়ী বুধবার রিট করেন তিনি।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকায় আটতলা বাড়ি করেছেন মনিরুল ইসলাম। বানাচ্ছেন আরও একটি ডুপ্লেক্স বাড়ি। ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জে রয়েছে চারটি প্লট। এমনকি রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে বীর মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আর পুলিশ সূত্র বলছে, যতটুকু তথ্য পাওয়া গেছে, মনিরুলের সম্পদের পরিমাণ এর চেয়ে অনেক বেশি।
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় দুটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ১২ টন চাল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘাই এলাকার দুটি গুদামে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত গুদাম দুটি সিলগালা করে দিয়েছেন। তবে গুদামের মালিকেরা পলাতক রয়েছেন।
৬ মিনিট আগেকুমিল্লা সদর দক্ষিণ থানার সামনের ইউটার্নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় প্রবাসী আবুল হোসেন (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সদর দক্ষিণ উপজেলার লুইপুরা গ্রামের কালন মিয়ার ছেলে।
৮ মিনিট আগেজরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর বিভিন্ন এলাকায় শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ রাইট অফ ওয়ে বরাবর গাছ-পালার ডালপালা কাটা হবে। আজ বৃহস্পতিবার বিকেলে বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী
১৩ মিনিট আগেপ্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
১৯ মিনিট আগে