নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে আগুন দেওয়া ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্থকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাঈদ মিয়া। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় কে এম রেজাউল হাসানাত ডেভিড নামে এক ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন একই আদালত। আন্দালিব রহমান পার্থের বিষয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, তিনি ঘটনার ইন্ধনদাতা। আর ব্যবসায়ী ডেভিডের বিষয়ে বলা হয়েছে, তিনি ওই ঘটনার অর্থের জোগানদাতা।
এদিকে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২৩৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫৭ জনকে হাজির করা হয়। আদালত তাঁদের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। আর ২৩৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উত্তরা পূর্ব থানার এক নাশকতার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানায় দায়ের করা এক মামলায় চারজন, বনানী থানার আরেক মামলায় একজন, ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় দুজন ও পল্টন থানায় দায়ের করা এক মামলায় চারজনকে রিমান্ডে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার চার মামলায় ২০ জন, পল্টন থানায় দায়ের করা দুই মামলায় ১৩ জন, মতিঝিল থানায় দায়ের করা দুই মামলায় চারজন, মিরপুর থানায় দায়ের করা দুই মামলায় ১৫ জন, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা দুই মামলায় ছয়জন, উত্তরা পূর্ব থানায় দায়ের করা ছয় মামলায় ২৫ জন, কদমতলী থানার এক মামলায় ছয়জন, তুরাগ থানার এক মামলায় সাতজন, মোহাম্মদপুরের দুই মামলায় ১০ জন, ভাটারার এক মামলায় দুজন, বনানীর এক মামলায় চারজন, গুলশানের এক মামলায় দুজন, ধানমন্ডির দুই মামলায় তিনজন, হাতিরঝিলের দুই মামলায় ছয়জন, রমনার এক মামলায় একজন, সবুজবাগের এক মামলায় তিনজন, নিউমার্কেটের এক মামলায় চারজন, কোতোয়ালির এক মামলায় পাঁচজন, পল্লবীর এক মামলায় চারজন, কাফরুলের এক মামলায় তিনজন, সূত্রাপুরের এক মামলায় পাঁচজন, ডেমরার এক মামলায় ছয়জন, মুগদার তিনজন, রূপনগরের দুজন, বাড্ডার দুই মামলায় ২০ জন, বংশালের এক মামলায় পাঁচজন, রামপুরার এক মামলায় ১৫ জন, কলাবাগানের এক মামলায় দুজন, শেরেবাংলা নগর থানার মামলায় একজন, ওয়ারী থানার এক মামলায় ১০ জন, ক্যান্টনমেন্ট থানার এক মামলায় ১০ জনকে কারাগারে পাঠানো হয়।
এসব মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে বিভিন্ন স্থাপনায় হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বিভিন্ন স্থাপনা ভাঙচুর, আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া, পুলিশকে মারধর ও তাদের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মামলাগুলোতে।
উল্লেখ্য, গত রোববার ১১৯ জন, গত সোমবার ৩৫৫ জন, গত মঙ্গলবার ৪৬৭ এবং গতকাল বুধবার ৪২৩ জনকে কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। আজ বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে আগুন দেওয়া ও হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পার্থকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাঈদ মিয়া। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় কে এম রেজাউল হাসানাত ডেভিড নামে এক ব্যবসায়ীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন একই আদালত। আন্দালিব রহমান পার্থের বিষয়ে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, তিনি ঘটনার ইন্ধনদাতা। আর ব্যবসায়ী ডেভিডের বিষয়ে বলা হয়েছে, তিনি ওই ঘটনার অর্থের জোগানদাতা।
এদিকে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েক দিন রাজধানীর বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে বিভিন্ন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ২৩৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিভিন্ন নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২৫৭ জনকে হাজির করা হয়। আদালত তাঁদের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। আর ২৩৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উত্তরা পূর্ব থানার এক নাশকতার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এ ছাড়া ধানমন্ডি থানায় দায়ের করা এক মামলায় চারজন, বনানী থানার আরেক মামলায় একজন, ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলায় দুজন ও পল্টন থানায় দায়ের করা এক মামলায় চারজনকে রিমান্ডে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার চার মামলায় ২০ জন, পল্টন থানায় দায়ের করা দুই মামলায় ১৩ জন, মতিঝিল থানায় দায়ের করা দুই মামলায় চারজন, মিরপুর থানায় দায়ের করা দুই মামলায় ১৫ জন, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা দুই মামলায় ছয়জন, উত্তরা পূর্ব থানায় দায়ের করা ছয় মামলায় ২৫ জন, কদমতলী থানার এক মামলায় ছয়জন, তুরাগ থানার এক মামলায় সাতজন, মোহাম্মদপুরের দুই মামলায় ১০ জন, ভাটারার এক মামলায় দুজন, বনানীর এক মামলায় চারজন, গুলশানের এক মামলায় দুজন, ধানমন্ডির দুই মামলায় তিনজন, হাতিরঝিলের দুই মামলায় ছয়জন, রমনার এক মামলায় একজন, সবুজবাগের এক মামলায় তিনজন, নিউমার্কেটের এক মামলায় চারজন, কোতোয়ালির এক মামলায় পাঁচজন, পল্লবীর এক মামলায় চারজন, কাফরুলের এক মামলায় তিনজন, সূত্রাপুরের এক মামলায় পাঁচজন, ডেমরার এক মামলায় ছয়জন, মুগদার তিনজন, রূপনগরের দুজন, বাড্ডার দুই মামলায় ২০ জন, বংশালের এক মামলায় পাঁচজন, রামপুরার এক মামলায় ১৫ জন, কলাবাগানের এক মামলায় দুজন, শেরেবাংলা নগর থানার মামলায় একজন, ওয়ারী থানার এক মামলায় ১০ জন, ক্যান্টনমেন্ট থানার এক মামলায় ১০ জনকে কারাগারে পাঠানো হয়।
এসব মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে বিভিন্ন স্থাপনায় হামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
বিভিন্ন স্থাপনা ভাঙচুর, আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়া, পুলিশকে মারধর ও তাদের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে মামলাগুলোতে।
উল্লেখ্য, গত রোববার ১১৯ জন, গত সোমবার ৩৫৫ জন, গত মঙ্গলবার ৪৬৭ এবং গতকাল বুধবার ৪২৩ জনকে কারাগারে পাঠানো হয়।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে