নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রথমবারের মতো উত্তরায় মেট্রোরেলের ডিপোর ভেতরে ট্র্যাকে পরীক্ষামূলক চালানো হলো মেট্রোরেল। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে বিদ্যুচ্চালিত ট্রেনটি ওয়ার্কশপ থেকে রেললাইন ট্র্যাকে চালিয়ে দেখানো হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ প্রক্রিয়ার উদ্বোধন করেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষ ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত কোচের ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।
এ ব্যাপারে কর্তৃপক্ষ জানায়, আজ মেট্রোরেলের পারফর্ম টেস্ট হলো এরপর স্পিড টেস্ট হবে। সব কিছু ঠিকঠাক থাকলে মূল ভায়াডাক্টের উপর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। চলতি বছরের আগস্ট মাস নাগাদ ভায়াডাক্টের উপর ট্রেনের ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে।
এদিকে, মেট্রোরেলের প্রথম সেট ট্রেনের চালান গত ২৩ এপ্রিল মোংলা বন্দর থেকে ঢাকায় আনা হয়। আর দ্বিতীয় সেটের চালান দেশে পোঁছেছে ৯ মে।
মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন কেনা হয়েছে । প্রতি সেট ট্রেনের দুপাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোতে ১ হাজার ৫০০ ভোল্ট (ডিসি) বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। ট্রেনগুলোর বডি তৈরি করা হয়েছে মরিচারোধী ইস্পাত দিয়ে। আসন থাকবে লম্বালম্বি। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুপাশে থাকবে চারটি করে দরজা।
রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত দ্রুত আরামদায়ক এবং নির্বিঘ্ন করতে মেট্রোরেল নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জুনে। বর্তমানে এই প্রকল্পের ৬৪ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।
ঢাকা: প্রথমবারের মতো উত্তরায় মেট্রোরেলের ডিপোর ভেতরে ট্র্যাকে পরীক্ষামূলক চালানো হলো মেট্রোরেল। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে বিদ্যুচ্চালিত ট্রেনটি ওয়ার্কশপ থেকে রেললাইন ট্র্যাকে চালিয়ে দেখানো হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ প্রক্রিয়ার উদ্বোধন করেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষ ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত কোচের ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।
এ ব্যাপারে কর্তৃপক্ষ জানায়, আজ মেট্রোরেলের পারফর্ম টেস্ট হলো এরপর স্পিড টেস্ট হবে। সব কিছু ঠিকঠাক থাকলে মূল ভায়াডাক্টের উপর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। চলতি বছরের আগস্ট মাস নাগাদ ভায়াডাক্টের উপর ট্রেনের ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে।
এদিকে, মেট্রোরেলের প্রথম সেট ট্রেনের চালান গত ২৩ এপ্রিল মোংলা বন্দর থেকে ঢাকায় আনা হয়। আর দ্বিতীয় সেটের চালান দেশে পোঁছেছে ৯ মে।
মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন কেনা হয়েছে । প্রতি সেট ট্রেনের দুপাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোতে ১ হাজার ৫০০ ভোল্ট (ডিসি) বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। ট্রেনগুলোর বডি তৈরি করা হয়েছে মরিচারোধী ইস্পাত দিয়ে। আসন থাকবে লম্বালম্বি। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুপাশে থাকবে চারটি করে দরজা।
রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত দ্রুত আরামদায়ক এবং নির্বিঘ্ন করতে মেট্রোরেল নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জুনে। বর্তমানে এই প্রকল্পের ৬৪ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।
সিলেটের বিখ্যাত সাদাপাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় সরকারি প্রতিষ্ঠানসহ ৫১ ব্যক্তি ও সংস্থার সংশ্লিষ্টতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও (৪ জন; ৫ আগস্টের পর দায়িত্ব পালনকারী), ওসি, বিজিবির সদস্য ও স্থানীয় বিএনপি, জামায়াত...
১ ঘণ্টা আগেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করে ক্লাস নিয়েছেন কয়েক বছর। তবে এরপর হঠাৎ অনুপস্থিত। পরে জানা গেছে, বিদেশে পাড়ি জমিয়েছেন তাঁরা। এই ঘটনা ঘটেছে মৌলভীবাজারে। এমন শিক্ষকের সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি চাকরি না ছেড়ে এভাবে বিদেশে যাওয়ার অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে ৪৮ জনকে।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর পৌর শহরের তালতলা চত্বর থেকে সখীপুর আবাসিক মহিলা কলেজ পর্যন্ত ভাঙা সড়ক সংস্কারে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ এ স্মারকলিপি পেশ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী স্মারকলিপিটি গ্রহণ করে সড়ক
৩ ঘণ্টা আগেবরিশালের বাবুগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ করছিলেন ডিলারের নিযুক্ত লোকজন। উপকারভোগীরা অভিযোগ করেন, চালের বস্তায় বরাদ্দ অনুযায়ী ৩০ কেজি থাকার কথা থাকলেও ২৭ কেজি করে দেওয়া হচ্ছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে ফাতেমা বেগম নামের উপকারভোগী নারী ওজন মেপে দেখেন, চাল কম।
৩ ঘণ্টা আগে