Ajker Patrika

পরীক্ষামূলক চালানো হলো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ মে ২০২১, ১৫: ২২
পরীক্ষামূলক চালানো হলো মেট্রোরেল

ঢাকা: প্রথমবারের মতো উত্তরায় মেট্রোরেলের ডিপোর ভেতরে ট্র্যাকে পরীক্ষামূলক চালানো হলো মেট্রোরেল। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৩ মিনিটের দিকে বিদ্যুচ্চালিত ট্রেনটি ওয়ার্কশপ থেকে রেললাইন ট্র্যাকে চালিয়ে দেখানো হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ প্রক্রিয়ার উদ্বোধন করেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষ ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত কোচের ভেতরে প্রবেশ করে ঘুরে দেখেন।

এ ব্যাপারে কর্তৃপক্ষ জানায়, আজ মেট্রোরেলের পারফর্ম টেস্ট হলো এরপর স্পিড টেস্ট হবে। সব কিছু ঠিকঠাক থাকলে মূল ভায়াডাক্টের উপর ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে। চলতি বছরের আগস্ট মাস নাগাদ ভায়াডাক্টের উপর ট্রেনের ইন্টিগ্রেটেড টেস্ট করা হবে।

এদিকে, মেট্রোরেলের প্রথম সেট ট্রেনের চালান গত ২৩ এপ্রিল মোংলা বন্দর থেকে ঢাকায় আনা হয়। আর দ্বিতীয় সেটের চালান দেশে পোঁছেছে ৯ মে।

মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন কেনা হয়েছে । প্রতি সেট ট্রেনের দুপাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোতে ১ হাজার ৫০০ ভোল্ট (ডিসি) বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে। ট্রেনগুলোর বডি তৈরি করা হয়েছে মরিচারোধী ইস্পাত দিয়ে। আসন থাকবে লম্বালম্বি। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুপাশে থাকবে চারটি করে দরজা।

রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত দ্রুত আরামদায়ক এবং নির্বিঘ্ন করতে মেট্রোরেল নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের জুনে। বর্তমানে এই প্রকল্পের ৬৪ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত