Ajker Patrika

বাসায় পুলিশের হানা, পালাতে গিয়ে পা ভেঙে হাসপাতালে বিএনপি নেতা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
বাসায় পুলিশের হানা, পালাতে গিয়ে পা ভেঙে হাসপাতালে বিএনপি নেতা

রাজধানীর দক্ষিণখানে বিএনপি নেতার বাসায় পুলিশ হানা দেওয়ার পর পালাতে গিয়ে পা ভেঙে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আনোয়ার হোসেন (৪৭) নামের একজন বিএনপি নেতা। তিনি উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। 

আজ সোমবার (৬ মার্চ) আহত আনোয়ারকে উত্তরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এর আগে রোববার (৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণখানের মধ্য আজমপুরের নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে নিয়ে যায়। 

বিএনপি নেতার ছেলে আফসার উদ্দিন সরকার আপন আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক কারণে বাসায় পুলিশ এসেছিল। তখন আব্বু ছাদ দিয়ে নামতে গিয়েছিল। পরে একতালার নিচু একটি জায়গা থেকে পড়ে গিয়ে পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ 

অপরদিকে আনোয়ার হোসেনের খালাতো ভাই সালাম সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আনোয়ার হোসেন উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তার বাসায় পুলিশ রেইড দিয়েছিল। তখন সে পালানোর চেষ্টা করে। তখন বাউন্ডারির দেয়াল টপকানোর সময় পড়ে গিয়ে পা ভেঙে গেছে।’ 

তিনি বলেন, ‘তাকে পুলিশ ২০২২ সালের পেন্ডিং একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যায়। প্রথমে তাকে চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।’ 

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দক্ষিণখান থেকে একজনক বিএনপি নেতাকে গ্রেপ্তারকালে সে পালাতে গিয়ে পড়ে যায়। এতে তার পা মচকে যায়। বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে। বর্তমানে ওই বিএনপি নেতা পুলিশি পাহারায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

বিপুল বকেয়া সত্ত্বেও ব্যবসা হারানোর ভয়ে বাংলাদেশ-নেপালে সম্প্রচার চালিয়ে যাচ্ছে ভারতীয় চ্যানেলগুলো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত