Ajker Patrika

আজকে কাঁচা মরিচের চেয়েও গরুর দাম কম, ব্যবসায়ীর আক্ষেপ

মান্দি ডি কস্তা, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৩, ২১: ১০
আজকে কাঁচা মরিচের চেয়েও গরুর দাম কম, ব্যবসায়ীর আক্ষেপ

রাত পেরোলেই আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ঈদের আগের দিন আজ বুধবার রাজধানীর কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। তবে হাটের শেষ দিনে ক্রেতাদের মুখে হাসি থাকলেও হতাশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। আজ বুধবার রাজধানীর হাটগুলো ঘুরে দেখা গেছে, গরুর দাম আগের দিনের চেয়ে অনেকটাই কম। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন বাজার হাট, আফতাবনগর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেরাদিয়া হাট ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা হতাশায় সময় পার করছেন। তাঁরা জানান, যেভাবে গরুর দাম কমছে—এমন পরিস্থিতিতে গরু ফিরিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর উপায় নেই। এদিকে গত দিনের চেয়ে কম দামে গরু কিনতে পেরে ক্রেতারা বেশ খুশি। 

বিকেলে রাজধানীর মেরাদিয়া হাটে দেখা যায়, দুটি ট্রাকে গরু প্রবেশ করছে হাটে। অন্য গরু বিক্রেতারা তাঁদের বলছেন, কোনো লাভ হবে না। কিছুক্ষণ পর দেখা যায়, গরু হাটে না নামিয়েই তাঁরা ফিরে যাচ্ছেন। 

মেরাদিয়া হাটে খিলগাঁওয়ের কায়েরপাড়া থেকে আসা গরু ব্যবসায়ী আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজকে কাঁচা মরিচের চেয়েও গরুর দাম কম। কাঁচা মরিচের কেজি এখন ৪০০ টাকা। আর গরুর যে দাম বলতেছে, তাতে তা কাঁচা মরিচের চেয়েও কম হবে।’ 

জামালপুর সরিষা বাড়ি থেকে আসা মনির আলী ও মো. নিজাম উদ্দিন দুজনে মিলে ১৩টি গরু এনেছেন এবার। তাঁরা বলেন, ‘সাতটা বিক্রি করছি পাঁচটায় কিছুটা লাভ হইছে। বাকি দুইটায় লস। আজকে দাম পইড়া গেছে। বাকিগুলো আজকে আর বিক্রি করা যাইব বলে মনে হচ্ছে না।’ 

এখনো অনেক গরু অবিক্রীত থাকায় ব্যবসায়ীরা হতাশ। ছবি: আজকের পত্রিকাগাজীপুরের কাপাসিয়া থেকে আসা মো. সেলিম বলেন, ‘গতকাল যে গরু ১ লাখ ৫২ হাজার টাকা বলছে দেইনি, আজকে সেটা ৮০ হাজার, ১ লাখ টাকা দাম বলে। কেনা গরু এ জন্য ছাড়তে পারছি না। তাই বাড়ি নিয়া যাব।’ 

খিলগাঁওয়ের বালুরপাড় থেকে আসা গরুর ব্যাপারী আলেক মিয়া বলেন, ‘পাঁচটা গরু আনছি। একটাও বিক্রি হয়নি। কালকে যে গরুটা ১ লাখ ৭০ হাজার পর্যন্ত বলেছে, আজকে তা ১ লাখ ২০ হাজার টাকা বলতেছে।’ 

আরেক গরুর ব্যাপারী শফিকুল ইসলাম বলেন, ‘১ লাখ ২৫ দিয়া কিনছি, ৪ মাস পালার পর এখন ১ লাখ ৩০ হাজার টাকা দিয়া বিক্রি করছি। বেশ লস হইসে। এই ব্যবসা কোটিপতিগো দখলে চইলা গেছে। যারা ৩০০ থেকে ৪০০ গরু একসঙ্গে পালে তাঁদের লাভ। আমাদের মতো ছোট ছোট গরুর খামারিদের এই ব্যবসা ছাইড়া দিতে হইব।’ 

এদিকে দুপুরে নতুন বাজার ও আফতাবনগরের হাটে গিয়ে দেখা যায়, অনেক ক্রেতাই গরু কিনে ফিরছেন। কেউ কেউ ৪০ থেকে ৪১ হাজার টাকায়ও ছোট আকারের গরু কিনে বাড়ি ফিরছিলেন। প্রত্যেকেই গরু কিনে খুশি, কারণ প্রত্যাশার চাইতে কম দামেই এবার গরু কিনেছেন তাঁরা। 

বাড্ডার বাসিন্দা তানজিবুল হক বলেন, ‘দেড় লাখ টাকায় গরু কিনেছি, এবার বাজার ভালো। অনেক কম দামে পেয়েছি।’ 

গরুর দাম কমায় সন্তুষ্ট ক্রেতারা। ছবি: আজকের পত্রিকা গুলশান থেকে আসা ফারুখ হোসেন বলেন, ‘২ লাখ ৫ হাজার টাকায় কিনেছি। গরুর দাম এবার একেবারেই কম।’ 

বাড্ডার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘৯৩ হাজার টাকায় গরু কিনেছি। আমি অবশ্যই খুশি।’ 

এদিকে ছাগলের দাম ততটা না কমলেও ছাগল কিনেও ক্রেতারা খুশি ছিলেন। নতুন বাজার ও আফতাবনগরের হাট থেকে অনেক ক্রেতা সাত হাজার টাকায়ও ভেড়া ও ছাগল কিনতে পেরেছেন। 

বাড্ডার বাসিন্দা গুলজার আহমেদ জানান, দুইটা ভেড়া কিনেছি ১৪ হাজার টাকায়। 

হাট থেকে ছাগল কিনে নির্ধারিত স্থানে হাসিল পরিশোধ করছেন ক্রেতাএদিকে নদ্দা কালাচাঁদপুরের রাস্তায় অনেক ছাগল বিক্রি হয়েছে। এখানে হাসিল দিতে হয়নি ক্রেতাদের। মোটামুটি ভালো দামে ছাগল বিক্রি করতে পেরেছেন বলে জানান ছাগল বিক্রেতারা। 

ব্যবসায়ী মো. শাহীন বলেন, ‘ময়মনসিংহ থেকে ৪০টা ছাগল আনছিলাম। মাত্র দুইটা আছে। এর দাম ১০ হাজার করে বলতেছে। ১২ হাজার টাকা করে হলে ছেড়ে দেব।’ 

ক্রেতা সুমন খন্দকার বলেন, ‘দুইটা ছাগল কিনলাম একটা ১৭ হাজার টাকায়, আরেকটা সাড়ে ২২ হাজার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত