নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার অভিযোগ গঠন করেন।
অপর আসামিরা হলেন আনোয়ার হোসেন টিপু, আব্দুস সাত্তার, রফিক আকন্দ, আলফাজ ইলিয়াস ওরফে আব্বাস, শাহ আলম মজিদ। এদের মধ্যে আসামি আনোয়ার হোসেন টিপু পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রিজভীসহ অন্যান্যরা আদালতে হাজির ছিলেন। তারা আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
ওই আদালতের অতিরিক্ত পিপি সাইফুল ইসলাম হেলাল এবং রিজভীর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান অভিযোগ গঠনের মধ্য দিয়ে শামীম হত্যা মামলার বিচার শুরু হল। আইনজীবীরা আরও জানান, আগামী ১৩ সেপ্টেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
রিজভীসহ ৬ আসামি আদালতে উপস্থিত হয়ে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত ওই আবেদন খারিজ করেন।
বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে ২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবনের সামনের রাস্তায় বিএনপির মিছিল থেকে পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ওই ঘটনায় রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন ওই থানার উপপরিদর্শক শফিউল ইসলাম। মামলায় হাবিবুর নবী খান সোহেল, রিজভী ও এম কে আনোয়ারসহ ৩১ জনকে আসামি করেন।
মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত করেন। এসআই দীপক কুমার দাস ২০১৫ সালের ৪ চার জুন অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ পত্রে আটজনকে আসামি করা হয়। বাকিদের অব্যাহতি দেওয়া হয়। এই আটজনের মধ্যে মোহাম্মদ হোসেন নামে একজন মৃত্যুবরণ করায় তাকে আসামি থেকে বাদ দেওয়া হয়।
পুলিশ কনস্টেবল শামীম হত্যা মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক বিলকিস আক্তার অভিযোগ গঠন করেন।
অপর আসামিরা হলেন আনোয়ার হোসেন টিপু, আব্দুস সাত্তার, রফিক আকন্দ, আলফাজ ইলিয়াস ওরফে আব্বাস, শাহ আলম মজিদ। এদের মধ্যে আসামি আনোয়ার হোসেন টিপু পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
রিজভীসহ অন্যান্যরা আদালতে হাজির ছিলেন। তারা আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
ওই আদালতের অতিরিক্ত পিপি সাইফুল ইসলাম হেলাল এবং রিজভীর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান অভিযোগ গঠনের মধ্য দিয়ে শামীম হত্যা মামলার বিচার শুরু হল। আইনজীবীরা আরও জানান, আগামী ১৩ সেপ্টেম্বর এই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
রিজভীসহ ৬ আসামি আদালতে উপস্থিত হয়ে তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত ওই আবেদন খারিজ করেন।
বিএনপি জোটের লাগাতার হরতাল-অবরোধের মধ্যে ২০১৫ সালের ১৮ জানুয়ারি মৎস্য ভবনের সামনের রাস্তায় বিএনপির মিছিল থেকে পুলিশ ভ্যানে পেট্রলবোমা ছোড়া হলে আহত হন কনস্টেবল শামীম। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
ওই ঘটনায় রমনা থানায় হত্যা মামলাটি দায়ের করেন ওই থানার উপপরিদর্শক শফিউল ইসলাম। মামলায় হাবিবুর নবী খান সোহেল, রিজভী ও এম কে আনোয়ারসহ ৩১ জনকে আসামি করেন।
মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত করেন। এসআই দীপক কুমার দাস ২০১৫ সালের ৪ চার জুন অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ পত্রে আটজনকে আসামি করা হয়। বাকিদের অব্যাহতি দেওয়া হয়। এই আটজনের মধ্যে মোহাম্মদ হোসেন নামে একজন মৃত্যুবরণ করায় তাকে আসামি থেকে বাদ দেওয়া হয়।
ঢাকা মহানগরের জন্য প্রণীত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) সংশোধনের খসড়া চূড়ান্ত হয়েছে। সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তুত খসড়াটি উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব ঠিক থাকলে এক মাসের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে।
১ মিনিট আগেরনির বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নে। তিনি ওই ইউনিয়নের বৃহত্তর রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃত মহিউদ্দিন আহমেদ সেলিমের ছোট ছেলে।
৬ মিনিট আগেগাইবান্ধা আদালতে দুই সন্তানের জনককে শিশু পরিচয়ে ভুয়া জন্মসনদ দেখিয়ে জামিনে মুক্ত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদালতের নথি জালিয়াতি, আসামির পরিচয় পরিবর্তন এবং শিশু আদালতকে ভুল পথে পরিচালিত করার অভিযোগ উঠেছে। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ জুলাই সেনাবাহিনীর অভিযানে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কান
৬ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১৯ মিনিট আগে